Clean Pendrive from Virus- আপনার পেনড্রাইভকে করুন ভাইরাস ফ্রি,সাথে কম্পিউটারও
ভাইরাস, ভাইরাস, ভাইরাস! পুরো পেনড্রাইভ ভাইরাস! দোস্ত কি করি এখন? আমার এক বন্ধু ফোন করে বলল এই কথা। খুব বিরক্ত হয়ে জানতে চায় সে এখন কি করবে। আমি জিজ্ঞাস করলাম কি সমস্যা খুলে বলো।বলল-“আমার পেনড্রাইভে অনেক ফাইল আর ফোল্ডার ছিল। কিন্তু এখন একটাও নায়। কোন কিছু ঢুকালেও তা হারিয়ে যায়। আমার ফাইলের মত কতগুলো ফাইল আছে, তাতে ডাবল ক্লিক করলেও কোন Response নায়। ফোন করে বিস্তারিত জানতে পারলাম তার পেনড্রাইভে Shortcut, Autorun.inf, vbs, dll, exe সহ বেশ কিছু ফাইল রয়েছে যার সম্পর্কে সে কিছুই জানে না। আর তার আসল ফাইলগুলো হাইড হয়ে আছে। এরকম সমস্যায় শুধু আমার বন্ধু নয় বরং বর্তমানে অনেক ব্যবহার কারীই আছেন।
কারণঃ
কারণটা আর কিছুই নয়, ভাইরাস! হ্যাঁ, আপনার Windows ভাইরাসে আক্রান্ত। Virus আক্রান্ত পিসিতে যখন আপনি পেনড্রাইভ ঢুকান তখন ঐ ভাইরাস/ভাইরাসগুলো আপনার পেনড্রাইভে অটোমেটিক Autorun.inf, vbs, dll, exe ইত্যাদি ফাইল তৈরি করে। শুধু তাইনা, আপনার ফাইলগুলো হাইড করে একই নামে পেনড্রাইভে আর কতগুলো ফাইল তৈরি করে। আপনার ব্যক্তিগত ফাইল মনে করে যখন ঐ ফাইলগুলো আপনি খুলতে যাবেন তখন ভাইরাসগুলো ছড়িয়ে পড়ে আপনার উইন্ডোজে। আর যখন ঐ পেনড্রাইভটি অন্য একটি পিসিতে খুলবেন তখন সাথে সাথে সেই পিসিতেও ভাইরাসগুলো ছড়িয়ে পড়ে। এভাবে এক পিসি থেকে আরেক পিসিতে ভাইরাস ছড়াই। ভাইরাস এরকম আরো অনেক সমস্যা সৃষ্টি করে থাকে।
Step-1, ক্ষণস্থায়ী করণীয়ঃ
ক্ষণস্থায়ীভাবে পেনড্রাইভ থেকে ভাইরাসগুলো দূর করে Hidden Files and Folder গুলো Show করাতে পারেন। এ জন্য Remove Virus নামের Bathc File ডাউনলোড করে আপনার পেনড্রাইভে কপি করুন (Right Click>Send to)। তারপর পেনড্রাইভটি ওপেন করুন। ডাবল ক্লিক করে পেনড্রাইভ খুলবেন না বরং Explorer ব্যবহার করে বামপাশের + Menu এর মাধ্যমে পেনড্রাইভ খুলবেন। তারপর ডাবল ক্লিক করে Remove Virus File টি রান করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার Hidden Files and Folder Show করবে এবং Autorun.inf, vbs, dll, exeভাইরাসগুলো ডিলিট হয়ে আপনার পেনড্রাইভটি হয়ে যাবে Virus Free।
Step-2, করণীয়ঃ
যদি আপনি দেখেন যে আপনার পিসিতে কোন পেনড্রাইভ ঢুকালেই সাথে সাথে এ সমস্যাটি হচ্ছে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার Windows ভাইরাসে আক্রান্ত। Antivirus Installed থাকলেও তার Security নষ্ট হয়েগেছে এবং সেটি আপনাকে এখন আর কোন ধরনের নিরাপত্তা দিতে সক্ষম নয়। সুতরাং আপনার Antivirus টিযতই শক্তিশালী হোক না কেন আপনি ওটার উপর আর নির্ভর করবেন না। নিচের কাজগুলো করুন।
১। নতুন করে Windows Setup দিন। Windows Setup শেষ হওয়ার পর কোন সফটওয়ার ইনস্টল করবেন না।
২। Net Connection চালু করুন। এ জন্য Modem/Broadband যাই ব্যবহার করেন সমস্যা নেই।
৩। আপনার পছন্দের যেকোন একটি নতুন Antivirus Download করুন। বর্তমানে প্রায় প্রত্যেক Antivirus এরFreeVersion/Trial Version পাওয়া যায়। Antivirus Download করার পর তা ইনস্টল করুন এবং Update করে নিন। এক্ষেত্রে আপনার পিসিতে থাকা কোন পুরাতন Antivirus ব্যবহার করবেন না। যদি আপনি নেট ব্যবহার না করেন তাহলে অন্য কোথাও গিয়ে Antivirus টি Download করে আনুন আপডেট ফাইল সহ।
৪। Windows Setup দেয়ার পর প্রথম কাজ হবে Antivirus Install and Update করা। Update করা হয়ে গেলে পুরো কম্পিউটার একবার Scan করে নিন। হয়তো আপনার অনেক সফটওয়ার Virus Affected পাবেন।
৫। Full Scan করা শেষ হলে Mother Board Driver এবং আপনার প্রয়োজনীয় সফটওয়ার Install করুন।
সতর্কতাঃ
উপরের কাজগুলো করার পর আশাকরি আপনার সমস্যাটি থাকবে না। আর হ্যাঁ, আপনার পেনড্রাইভটি যতবার বাইরের কোন পিসিতে ব্যবহার করবেন ততবারই বাসায় এনে প্রথম এটি চেক করে নেবেন। এ জন্য Step-1প্রয়োগ করুন একবার। এতে Hidden Virus File থাকলে তা চলে যাবে। Antivirus থাকলেও কাজটি করবেন।এটি আপনাকে নিরাপত্তা দেবে। USB Vaccine Software টি ব্যবহার করতে পারেন। এটি আপনার পেনড্রাইভে এবং Windows এ Autorun.inf ফাইল তৈরি করা থেকে আপনার পেনড্রাইভটি রক্ষা করবে। Autorun.inf ফাইলটিPendrive/Memory Card/Removable Drive থেকে বিভিন্ন পিসিতে ভাইরাস ছড়িয়ে দেয়।