মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩

Run Command যত ব্যবহার

Run Command যত ব্যবহার
#১. Auto PC shutdown:
Desktop এর Start Button => Run=> এর box Type করুন shutdown.exe s t120 তারপর এন্টার।  এখানে ১২০ দ্বারা বোঝানো হয়েছে ১২০ সেকেন্ড।  এভাবে যতোক্ষন পর বন্ধ করতে চান তত সেকেন্ড দিতে হবে।  

#২.Remote Desktop Connection:
Start=>Run এবং Type করুন mstsc এন্টার। 
এবার  My computer=> properties=> Remote => allow remote assistance Box এ check করে দিতে হবে। Remote Desktop এর অধীনে এ Allow user to connect remotely to this computer Box check করে দিতে হবে। তারপর Apply /ok করে দিলে উক্ত কাজটি করা যাবে। 

#৩.How to Turn off Auto play For all Drive:
Start=Run => Type: gpedit.msc এন্টার চাপুন। 
এবার Computer  configuration=> Admonistration=>System এবার ডান দিকে Turn off auto play ডাবল ক্লিক করে Enable এর ঘরে tik দিয়ে Turn off auto play on: All Drive select করে দিতে হবে। 
 এবার PC Restart দিলে কাজ  শেষ। 

#৪.অপ্রোজনীয় রেজিস্টারি  ফাইল ডিলিট করা। 
Start=Run => Type: regedit এন্টার চাপুন।
HKEY_LOCAL MACHINE=>SOFTWARE=>MICROSOFT=>WINDOWS=>CURRENT VERSION=>=> UNINSTALL এর লিস্ট থেকে নির্বাচন করে DELETE .

 #৫. USB Port বন্ধ করা অথবা চালু করা
Start=Run => Type: regedit এন্টার চাপুন।
HKEY_LOCAL _MACHINE =>SYSTEM=>SERVICES=>USBSTOR এর ডান পাশে START  Double ক্লিক  value data 3 এর পরিবর্তে 4 করে দিতে হবে। 
একই নিয়মে চাল করা যাবে।  শুধু ভ্যালু Data 3 বসিয়ে দিতে হবে। 

#৬। কম্পিউটার এ দ্রত ফাইল ওপেন করার উপায় :
Start=>Run =>Type: regedit এন্টার চাপুন। 
HKEY_CURRENT_USER=>CONTROL PANNEL=>DESKTOP এ ক্লিক করে এর ডান পাশে Menu Show Deley এর Value Data 200 করে দিতে হবে। ok 


Run Command এর যত ব্যবহার

### ৭.কম্পিউটার কখন চাল বা বন্ধ হলো তা জানার উপায় ###।
start=>Run=> Type: schedlgu.txt লিখে এন্টার চাপুন।
অথবা My Computer=> open C drive=> windows=> SchedlgU.txt এ ডাবল ক্লিক করলে জানা যাবে।

# ৮. Windows চলার সময় এরর দেখাচ্ছে (রান টাইম এরর ) !!!!!! (রান টাইম এরর ) তার সমাধান। 
start=>Run=> Type:cmd লিখে এন্টার চাপুন। command prompt চালু হবে।  তারপর Type করুন ren config.sys config.ch লিখে এন্টার চাপুন । তারপর PC রিস্টার্ট করুন। ব্যস কাজ করুন এবার রান টাইম এরর ছাড়াই ।

অনেক সময় Software , Hardware জনিত সমস্যার কারণে অথবা অপ্রয়োজনীয় Application এর Ram কম হলে ও এই সমস্যা হয়।  সেই অনুযাই প্রদক্ষে নিত হবে ।


# ৯. Pen Driveকে  FAT Format  থেকে NTFS  এ পরিবর্তন করার নিয়ম। 
Start=>Run=> Type:cmd লিখে এন্টার চাপুন। command prompt চালু হবে। তারপর Type করুন   
   " j:/FS:NTFS "এন্টার চাপুন। (এখানে J  মানে হলো আপনার পেন ড্রাইভ লেটার )





 






 





Share this article :

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved