মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

আজ আমি দেখাবো  Windwos 7 এর Default সফটওয়ার দিয়ে রাইট করার পদ্ধতি। তবে Nero এর মত নয়, কারণ Nero দিয়ে বিভিন্ন অপশনকে আলাদা আলাদা রাইট করা যায় যেমনঃ MP3,Audio CD, Video, Data, আর Default সফটওয়ার দিয়ে আপনি শুদু একটি রাইট অপশন পাবেন যা দিয়ে ডাটা আকারে রাইট হবে, এরফলে ধরুন আপনি একটি ভিডিও সিডি রাইট করতে চান, কিন্তু আপনি কোন সফটওয়ার ব্যবহার না করে Default সফটওয়ার দিয়ে করলেন তাতে আপনার সিডি/ডিভিডিটি CD/DVD Player এর সাপোর্ট করতেও পারে আবার নাও করতে পারে। আর নিরো নিয়ে করলে সেটা সাপোর্ট করবে।
এবং আমি বলব, আপনি যদি কোন ডাটা/ডকুমেন্টে এর বেকাপ হিসেবে সিডি রাইট করতে চান তাহলে তাহলে Default সফটওয়ার দিয়ে’ই রাইট করতে পারেন, কারণ Default সফটওয়ার দিয়ে রাইট করলে বা আপনি যে সফটওয়ার দিয়েই রাইট করেন পিসিতে সেটা সাপোর্ট করবে, আর আপনি কোন কিছু বেকাপ রাখতে গেলে সেটাতো পিসির জন্যই রাখবেন। আর যদি কোন মাল্টিমিডিয়ার সিডি/ডিভিডি করতে চান তাহলে নিরো ব্যবহার করুন। তাহলে এখন শুরু করি কাজ।
নিচের লিংকটি ফলো করুন
http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/261685
Share this article :

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved