অটোরান ভাইরাস ডিলেট করুন আপনার পিসি থেকে

বন্ধুরা কেমন আছেন সবাই। আসাকরি ভালোই আছেন। আমার এখনকার পোষ্টটি হল আপনার পিসি থেকে অটোরান ভাইরাসটি ডিলেট করুন খুব সহজেই। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি বেশির ভাগই অসচেতনার কারনে পিসিতে ভাইরাস লাগে। যেমন এন্টিভাইরাস ব্যবহার না করলে, পেনড্রাইভ অথবা মেমরীকার্ড ব্যবহারের সময় স্ক্যান না দিলে এই সমস্যাটি হয়। তবে বেশির ভাগই বড় সমস্যা হচ্ছে অটোরান ভাইরাস। এই সমস্যা সমাধানের জন্য নিচের কোর্ডটি কপিকরে নোটপেডে পেষ্ট করে Autorun.bat নামে সেভ করুন। এবং কাজ শেষ হয়ে গেলে অবশ্যই কম্পিউটার রিষ্টাট করবেন। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।
echo off
del“C:\autorun.inf”/F/Q
del“D:\autorun.inf”/F/Q
del“E:\autorun.inf”/F/Q
del“F:\autorun.inf”/F/Q
del“G:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
pause
del“C:\autorun.inf”/F/Q
del“D:\autorun.inf”/F/Q
del“E:\autorun.inf”/F/Q
del“F:\autorun.inf”/F/Q
del“G:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
pause
(11)