ফেইসবুক অ্যাকাউন্ট টি নিরাপদ রাখুন – পাসওয়ার্ড জানলেও হ্যাক করতে পারবেনা!

আজকে দারুন একটি জিনিশ শেয়ার করছি তবে অনেকেই এখন এটি জানেন আসা করি তবে নতুনদের জন্য খুব কাজে আসবে আসা করি। Secure করুন আপনার ফেইসবুক (Facebook) একাউন্টটিকে। কেউ পাসওয়ার্ড জানলেও হ্যাক করতে পারবেনা আপনার ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে চলুন এটি দেখে নেয়া যাক?
১.প্রথমে আপনার Facebook Account এর উপরে ডানদিকে DOWN-ARROW চিহ্নিত স্থানে Click করুন ।
২. এখান থেকে Account Settings এ Click করুন ।
৩. এরপর বাম দিকের Mobile option এ Click করুন ।
৪. তারপর Add a phone option এ Click করুন ।
৫. তারপর নতুন একটি sub window আসবে যেখানে আপনার Facebook এর password দিতে হবে । তারপর Confirm এ Click করতে হবে ।
৬. তারপর Country এবং Mobile carrier নামে দুটি option আসবে । এখানে Country option এ থাকবে Bangladesh এবং Mobile carrier option এ আপনি যে operator এর SIM use করেন সে operator select করতে হবে এবং Next এ Click করতে হবে ।
৭. এরপর আপনার Mobile থেকে F লিখে 32665 এ Send করতে হবে । এতে আপনার Mobile এ একটি code আসবে । When you receive a confirmation code, enter it here: এর পর ফাকা স্থানে এই code টি লিখতে হবে এবং Next এ Click করতে হবে । এতে আপনার Mobile Phone Facebook এ Add হয়ে গেল ।
এর ফলে আপনি এখন Facebook এর Notification, Message এগুলো আপনার Mobile এ Text Message হিসাবে আসবে ।