ব্লগে যেকোন লিংকে দিন সাত রঙের হোভার ইফেক্ট
আমাদের ব্লগের সৌন্দর্য বাড়াতে আমরা কত ইফেক্টই না আমরা ব্যবহার করে থাকি। আজ আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি ইফেক্ট। যা আপনার ব্লগস্পট ব্লগে যেকোন লিংকের উপর মাউস পয়েন্টার রাখলে রংধনুর সাত রঙের ইফেক্ট প্রদর্শন করবে। যাকে আমরা মূলত লিংকের হোভার ইফেক্ট বলে থাকি।
আপনাদের অনেকেই ব্লগে এই ইফেক্ট যোগ করা জানেন। কিন্তু অনেকেই এখনও জানেনা। আজকের পোস্ট তাদেরই জন্য।
এখন আপনিও যদি চান আপনার ব্লগস্পট ব্লগে এমন হোভার ইফেক্ট ব্যবহার করতে চান তবে নিচের সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি ব্লগে যোগ করতে পারবেন লিংকের এই হোভার ইফেক্টঃ
- আপনার ব্লগস্পট ব্লগে লগিন করুন।
- ড্যাশবোর্ড থেকে আপনার ব্লগের Layout সেকশনে প্রবেশ করুন।
- এবার যেকোন স্থানে একটি HTML/Javascript গেজেট খুলে নিচের কোডগুলো পেস্ট করে Save করুন।
- ব্যাস, আপনার কাজ সম্পূর্ণ শেষ।
- সবশেষে আপনার ব্লগে ভিজিট করে ইফেক্টটি দেখুন।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন