উবুন্টুতে ইন্টারনেট কানেকশন কনফিগার ।
উবুন্টুতে মিডিয়া কোডেক গুলো প্রথম থেকই না দেয়া থাকার কারণে এবং সফটওয়্যার সংগ্রহের প্রয়োজনে প্রথমেই দরকার হয় একটা ইন্টারনেট কানেকশন । ইন্টারনেট থাকলেই উবুন্টুর আসল মজাটা বুঝা যায় । এমন সিকিউর আর টেনশনবিহীন ইন্টারনেট ব্রাউজিং লিনাক্স ছাড়া আপনাকে আর কে দেবে বলুন ?ইন্টারনেট কানেকশন ২ রকমঃ ১. মোবাইল ব্রডব্যান্ড / ডায়াল-আপ কানেকশন ২. ব্রডব্যান্ড কানেকশন
মোবাইল ব্রডব্যান্ড / ডায়াল-আপ কানেকশনঃ
ইন্টারনেট ব্যবহারকারীদের বেশীরভাগই মোবাইল বা মোডেম দিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন । উবুন্টুতে মোবাইল ইন্টারনেট ডিভাইসগুলোর সাপোর্ট খুব ভালো । যদাও মেক্সিমাম মোডেম উইন্ডোসকে টার্গেট করে বানানো হয় কিন্তু উবুন্টুর ডেভেলপাররা ব্যাপারটা খুব ভালো করেই সামলে নিয়েছেন । আর কিছু ডিভাইস যাও সমস্যা করে সেগুলোরও ব্যবস্থা হয়ে গেছে ।এবার আসি কিভাবে কনফিগার করবেন এই বিষয়ে -
- আপনার মোবাইল বা মোডেমটি লাগাবেন । মোবাইল অবশ্যই পিসি-স্যুইট মোডে লাগাবেন ।
- লাগানোর পরপরই New Mobile Broadband Device Found নামে একটা উইন্ডো পাবেন । Forward করুন । যদি এমন উইন্ডো না পান তবে নেটওয়ার্ক আইকনে ক্লিক করুন
- আপনাকে দেশ সিলেক্ট করতে বলবে - Bangladesh সিলেক্ট করে Forward করুন
- GrameenPhone , BanglaLink , Aktel , Warid যেটা ব্যবহার করেন সেটা সিলেক্ট করে Forward করলেই কানেকশন চালু হয়ে যাবে ।
- পরের বার চালু করতে উপরে নেটওয়ার্ক আইকনটাতে ক্লিক করুন - ব্যস হয়ে গেল
উবুন্টু/লিনাক্স মিন্টে গ্রামীনফোনের নতুন মোডেম কনফিগার
উবুন্টু / লিনাক্স মিন্টে সিটিসেল জুম আল্ট্রা মোডেম কনফিগার
উবুন্টু ৯.১০ এবং মিন্ট ৮ হেলেনাতে সহজে সিটিসেল ZTE 880+ মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার ( WVDIAL ছাড়া , সরাসরি নেটওয়ার্ক ম্যানেজার দিয়ে)
ব্রডব্যান্ড কানেকশন
ব্রডব্যান্ড সাধারণত দুই রকম হয় - ১. পিপিপি ( যেখানে ইউজারনেম পাসওয়ার্ড শুধু দিতে হয় - আইপি এড্রেস বা এমন কিছু দিতে হয় না ) ২. ম্যানুয়াল ( যেখানে আইপি , সাবনেট মাস্ক ইত্যাদি বসিয়ে কানেকশন করা হয় )১. পিপিপি কানেকশনঃ ( গ্রাফিক্যালি ) এটা কনফিগার করা খুবই সোজা ।
- System-> Preference -> Network Connections এ যান । DSL ট্যাবে যান
- Add এ দিন । একটা নতুন উইন্ডো আসবে ।
- Connection name এ নাম দিন ; Username , Password দিন - যদি সার্ভিস নেম লাগে তবে তাও দিন
- Apply করে বরিয়ে আসুন । যদি স্টার্টআপের সময় অটো কানেকশন স্টার্ট করতে চান তবে Connect Automatically তে ঠিক দিয়ে দেবেন ।
- আরো যদি এক্সট্রা কোন সেটিং থাকে যেমন ডিএনএস , প্রোভাইডার ম্যাক এড্রেস এগুলো দেবার অপশন বাকি ট্যাগগুলোতে পাবেন । তবে পিপিপি কানেকশনে সাধারনথ এসব থাকে না ।
- টারমিনাল খুলে কমান্ড দিন - sudo pppoeconf
- আপনার পিসিতে থাকা সবগুলো ইথারনেট ইন্টারফেস দেখাবে - সাধারনত eth0 তে কানেক্ট করা থাকে
- ধাপে ধাপে যা যা চায় সব দিন
- সব ঠিক থাকলে পিসি চালু হলেই কানেকশন চালু হবে
- যেকোন সময় কানেকশন চালু করতে টারমিনালে কমান্ড দিন - sudo pon ; বন্ধ করতে কমান্ড দিন - sudo poff
- System->Preference->Network Connections এ যান ।
- Wired ট্যাবে যান ।
- Add বাটনে ক্লিক করে নতুন কানেকশন ডায়ালগ খুলুন ।
- Wired connection 1 এর বদলে কানেকশনের একটা নাম দিন ।
- Mac Address এর যায়গায় ফিজিকাল এড্রেস: aa-bb-cc-dd-ee-ff এমন কিছু একটা হবে
- ipv4 settings এ যান ।
- Method হিসেবে Manual নির্বাচন করুন ।
- Addresses এর পাশের Add বাটনে ক্লিক করুন ।
- Address এর ঘরে আই পি এড্রেস দিন ।
- Netmask এ আপনাকে দেয়া নেটমাস্ক দিন
- Gateway তে দিন আপনার গেটওয়ে দিন
- DNS Servers এর ঘরে আপনাকে দেয়া ডি এন এস সার্ভার এড্রেস দিন
- System->Preference->Network Proxy তে যান ।
- Manual Proxy Configuration সিলেক্ট করুন ।
- Use the same proxy for all protocols এর চেকবক্সটা চেক করে দিন ।
- HTTP Proxy এর বক্সে আপনার HTTP প্রক্সি এড্রেস লিখুন
- Port এ পোর্ট এড্রেস দিন
- Apply System Wide ক্লিক করে Close দিয়ে বেরিয়ে আসুন ।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন