মঙ্গলবার, ৬ মে, ২০১৪

Windows 7 এর কিছু শর্টকার্ট মারা শিখি।


শর্টকার্টের HOT KEY গুলো দেখে নেই।

Win+Home: Desktop-এ একসাথে যখন একাধিক Window থাকে খোলা তখন উপরের Active window বাদে সকল Window Task bar এ Minimize করার জন্য Win+Home একসাথে চাপুন।
Alt+P: Windows Explore করে যখন আপনি কোন ফাইল খুজতে থাকি তখন ডান পাশে ফাইল এর প্রিভিও দেখার জন্য এই HOT KEY ব্যবহৃত হয়। এটা খুবই প্রয়োজনীয় একটি HOT KEY.
Win+(+): Zoom in করার জন্য।
Win+(-): Zoom out করার জন্য।
Win+L: পাসওয়ার্ড দেয়া থাকলে লক হয়ে যাবে এবং একাধিক ইউজার তৈরি করা থাকলে এক ইউজার থেকে আরেক ইউজারে যাওয়ার জন্য।
Win+F: ফাইল বা ফোল্ডার সার্চ করার জন্য।
Win+Tab: Active windows গুলো সুন্দরভাবে গ্রাফিক্যালি Xplore করে প্রয়োজনীয়টা সামনে আনার জন্য।
Alt+Tab: Active window গুলো Xplore করে প্রয়োজনীয়টা সামনে আনার জন্য।
Win+D: Active সকল Window গুলোকে একসাথে Taskbar এ মিনিমাইজ এবং রি-স্টোর করার জন্য।
Ctrl+Shift+EscTask Manager সরাসরি Open করার জন্য।
Win+Space: খোলা থাকা window একসাথে সচ্ছ হয়ে desktop দেখা যাবে।
Win+Up arrow: Active, কিন্তু ছোট করে রাখা window কে Maximize করার জন্য।
Shift+Win+Up arrow: Active, কিন্তু ছোট করে রাখা window কে Vertically Maximize করার জন্য।
Win+Down arrow: Active window Task bar এ Minimize করার জন্য।
Win+Left/Right arrows: একটি Active window মনিটরের ডানে বামে মাঝে নেয়ার জন্য।
Win+T: Taskbar এ থাকা item গুলো Focus করে দেখার জন্য।
Ctrl+Shift+N: নতুন ফোল্ডার তৈরি করার জন্য।
অনেকে windows key চেনেন না, এই বাটনের শংক্ষিপ্ত রুপ Win, বোঝার সুবিধার্থে ছবি দিলাম।
Share this article :

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved