বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫

Windows ক্রাশ প্রতিরোধ এর ৮ টি উপায়.

Windows ক্রাশ প্রতিরোধ এর ৮ টি উপায় – খুব দরকারী টিপস … জেনে নিন এখনিই.

আমরা যারা পিসি চালাই অনেকে সময় আমাদের windows crash করে। আর এর জন্য আমাদের বিপদেরও শেষ থাকে না। এই যেমন ধরুন আপনি একটা গুরুত্ব পূর্ন ফাইল রেখেছেন আর আপনি যখন পিসি অন করলেন আর আপনার windows cras করল তখন আপনার কি অবস্তা সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই আজকে আমি আপনাদের সাথে ক্রাশ প্রতিরোধ এর কিছু উপায় আলোচনা করব। তাহলে চলুন আর কথা না বাড়াই।
দেখে নেই এক নজরে ক্রাশ প্রতিরোধ এর উপায় গুলিঃ
১) ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করেন। যেমন, নরটন এন্টিভাইরাস। এন্টিভাইরাস আপনার মেমরির কিছু অংশ হয়ত দখল করবে। কিন্তু এটি আপনার কম্পিউটার কে ভাইরাস থেকে মুক্ত রাখবে। আর প্রতি ৩ মাস পর পর আপনার এন্টিভাইরাস টি আপডেট দিন। আর মাসে অন্তত আপনার এন্টিভাইরাস দিয়ে সম্পূর্ণ পিসি স্ক্যান করুন। কোন কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড দেয়ার পর স্ক্যান করে নিন।
২) আপনার কোন গুরুত্বপূর্ণ ফাইল এর ব্যাকআপ করে নিন। যদিও এটি একটি বিরক্তকর জিনিস। কিন্তু সিস্টেম ক্রাশ হলে আপনার অই গুরুত্বপূর্ণ ফাইল টি যদি না খুজে পাওয়া যায় তাহলে ঐটা মনে হয় নষ্ঠ হবে।
৩) সপ্তাহে অন্তত আপনার ড্রাইভ গুলো স্ক্যান ডিস্ক দিয়ে স্ক্যান করিয়ে নিন। এর জন্য আপনার ড্রাইভ এর উপর রাইট ক্লিক করে প্রপারটিজে এ ক্লিক করুন। তার পর টুলস ট্যাব এ প্রবেশ করে স্ক্যান ডিস্কে ঢুকে আপনার ড্রাইভ টি স্ক্যান করুন। এটি আপনার হার্ডডিস্ক টি চেক করে এরর গুলো রিপেয়ার করে দিবে।
৪) প্রতি মাসে অন্তত একবার আপনার ড্রাইভ গুলো ডিফ্রাগমেন্ট করে নিন। এতে আপনার পিসির পারফরমেন্স বাড়বে।
৫) স্টার্ট আপ থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলুন।
৬) অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করবেন না। করা থাকলেও আনইন্সটল করে ফেলুন।
৭) বেশি প্রোগ্রাম একসাথে রান করবেন না। ফলে আপনার মাল্টিটাস্কিং সুবিধা নিতে গিয়ে সিস্টেম রিসোর্চ ঘাটতি ঘটে আপনার সিস্টেম ক্রাশ করবে।
৮) ক্রাশ প্রটেক্টর সফটওয়্যার ব্যবহার করুন।
Share this article :

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved