শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

কোন Software ছাড়া আপনার পিসিকে wifi zone তৈরী করুন । ছোট একটা কোড দিয়ে।

আমরা অনেকেই আমাদের ল্যাপটপকে wifi zone তৈরী করি Connectify me Software দ্বারা। আজ আপনাদের দেখাব কিভাবে  কোন সফটওয়্যার ছাড়া  ছোট একটা  কোডের মাধ্যমে আপনার ল্যাপটপে wifi zone চালু করবেন।
  1. প্রথমে Start আপনি Run এ যান তারপর CMD Type করুন।
  2.  এবার আপনার Laptop দিয়ে হবে কিনা তা দেখতে CMD-তে এই কোড টি Paste করুন
    netsh wlan show drivers

    যদি চিত্রের মতো “YES” দেখায় তাইলে বুঝবেন Line OK ৩। এবার ১ম কোড দেবার পালা । এই কোড টি CMD-তে Paste করতে হবে , কিন্তু নিজের ইচ্ছামতো নাম ও পাসওয়ার্ড দিয়েন ।
    netsh wlan set hostednetwork mode=allow ssid=myWiFi key=shuvo12345

    যেমন আমার WiFi Zone এর নাম “myWiFi” আর পাসওয়ার্ড “shuvo12345″
    ৪। এবার ২য় কোড দেবার পালা , এটা দিয়ে আপনার ওয়াই-ফাই On/Start হবে । এটাই আপনি পরবর্তীতে বার বার Use করবেন ।
    netsh wlan start hostednetwork
    ৫। হয়নি তাইনা ? কিভাবে হবে , আপনি তো Sharing-এ টিক মারেন নি ।

    যান Control Panel -এ যান
    তারপর Network & Sharing
    .
    .
    .
    .
    তারপর বা পাশ থেকে Change Adapter settings
    .
    .
    .
    .
    তারপর যেটা Share করতে চান সেটায় রাইট ক্লিক করে Properties
    .
    .
    .
    .
    তারপর Sharing ট্যাব থেকে Allow তে টিক দিন আর নিচের Home Network Connection থেকে আপনার টার্গেট দিন । Ok করলেই কাজ শেষ
    .
    .
    .
    ৭। ব্যাস হয়ে গেলো । প্রথমবার একটু ঝামেলা তো হবেই । DOS Mode কিনা । যাইহোক একবার কষ্ট করে করলে পরের বার শুধু 4 নং এর কোডটা CMD-তে Paste করলেই হবে । অথবা একটা Shortcut Create করে নেন ।
    Desktop-এ রাইট ক্লিক করে New Shortcut এ যান , তারপর নিচের কোডটি paste করুন ।
    netsh.exe wlan start hostednetwork
    তারপর একটা নাম দিয়ে ফিনিশ করুন । পরের বার ওই শর্টকাট এ ক্লিক করলেই হবে … তাইলে আর 4 নং কোড paste করা লাগবে না …
    যদি WiFi Zone টি Delete করতে চান তাইলে নিচের কোড লাগবে –
    শুধু প্রোফাইল name আপনার টা দিবেন ।
    netsh wlan delete profile name=”ProfileName”
    যদি WiFi Zone টি DeActivate করতে চান তাইলে নিচের কোড লাগবে –
    netsh wlan set hostednetwork mode=disallow
    ——————————————————–
Share this article :

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved