আমরা অনেকেই আমাদের ল্যাপটপকে wifi zone তৈরী করি Connectify me
Software দ্বারা। আজ আপনাদের দেখাব কিভাবে কোন সফটওয়্যার ছাড়া ছোট একটা
কোডের মাধ্যমে আপনার ল্যাপটপে wifi zone চালু করবেন।
- প্রথমে Start আপনি Run এ যান তারপর CMD Type করুন।
- এবার আপনার Laptop দিয়ে হবে কিনা তা দেখতে CMD-তে এই কোড টি Paste করুন
netsh wlan show drivers
যদি চিত্রের মতো “YES” দেখায় তাইলে বুঝবেন Line OK ৩। এবার ১ম কোড দেবার পালা । এই কোড টি CMD-তে Paste করতে হবে , কিন্তু নিজের ইচ্ছামতো নাম ও পাসওয়ার্ড দিয়েন ।
netsh wlan set hostednetwork mode=allow ssid=myWiFi key=shuvo12345
যেমন আমার WiFi Zone এর নাম “myWiFi” আর পাসওয়ার্ড “shuvo12345″
৪। এবার ২য় কোড দেবার পালা , এটা দিয়ে আপনার ওয়াই-ফাই On/Start হবে । এটাই আপনি পরবর্তীতে বার বার Use করবেন ।
netsh wlan start hostednetwork
৫। হয়নি তাইনা ? কিভাবে হবে , আপনি তো Sharing-এ টিক মারেন নি ।
যান Control Panel -এ যান
তারপর Network & Sharing
.
.
.
.
তারপর বা পাশ থেকে Change Adapter settings
.
.
.
.
তারপর যেটা Share করতে চান সেটায় রাইট ক্লিক করে Properties
.
.
.
.
তারপর Sharing ট্যাব থেকে Allow তে টিক দিন আর নিচের Home Network Connection থেকে আপনার টার্গেট দিন । Ok করলেই কাজ শেষ
.
.
.
৭। ব্যাস হয়ে গেলো । প্রথমবার একটু ঝামেলা তো হবেই । DOS Mode কিনা । যাইহোক একবার কষ্ট করে করলে পরের বার শুধু 4 নং এর কোডটা CMD-তে Paste করলেই হবে । অথবা একটা Shortcut Create করে নেন ।
Desktop-এ রাইট ক্লিক করে New Shortcut এ যান , তারপর নিচের কোডটি paste করুন ।
netsh.exe wlan start hostednetwork
তারপর একটা নাম দিয়ে ফিনিশ করুন । পরের বার ওই শর্টকাট এ ক্লিক করলেই হবে … তাইলে আর 4 নং কোড paste করা লাগবে না …
যদি WiFi Zone টি Delete করতে চান তাইলে নিচের কোড লাগবে –
শুধু প্রোফাইল name আপনার টা দিবেন ।
netsh wlan delete profile name=”ProfileName”
যদি WiFi Zone টি DeActivate করতে চান তাইলে নিচের কোড লাগবে –
netsh wlan set hostednetwork mode=disallow
——————————————————–
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন