টরেন্ট ডাউনলোড করুন একদম সহজ তরিকায়।(মেগা………|)
সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের টরেন্ট আলোচনা শুরু করলাম। টরেন্ট নিয়ে আশা করি বলার কিছু নেই। কারণ টরেন্ট সম্পর্কে জানেন না এমন কেউ আছেন বলে আমার মনে হয় না। তারপরও সামান্য বলি টরেন্ট হলো এমন এক ভান্ডার যেখানে সবকিছু পাবেন, মুভি, সফটওয়্যার, গেমস ইত্যাদি ইত্যাদি সব। এবার আসি মূল কথায় প্রথমে দরকার পড়বে আপনার একটি টরেন্ট ক্লায়েন্ট যেটা দিয়ে আপনি টরেন্ট ডাউনলোড করবেন। টরেন্টের অনেক ক্লায়েন্ট রয়েছে তার মধ্যে আমি সবসময় যেটা ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। নামিয়ে নিন utorrent এখানে ক্লিক করে.................তারপর ইনস্টল করে রান করান এবং মিনিমাইজ করে রাখুন। এবার http://torrentz.in/ এ ক্লিক করুন, নিচের মত দেখবেন........................................

এবার আপনি সার্চ বক্সে যা পেতে চান তা লিখে এন্টার চাপুন। নিচে দেখুন আমি dhoom 3 লিখে সার্চ দিলাম.....

লক্ষ করুন সার্চ রেজাল্টে যেগুলোর পাশে সবুজ টিক চিহ্ন আছে, সেগুলোই ভেরিফাইড। এর পরে দেখুন সময় দেখাচ্ছে, এর মানে হলো কতদিন হয়েছে টরেন্টটি শেয়ার করা হয়েছে। এর পরে কালো দাগ দেওয়া বক্সে যে সবুজ রং এর কিছু সংখ্যা লেখা তা হল সিড এর সংখ্যা। অর্থাৎ এই সংখ্যক লোকের কাছে dhoom 3 এর পুরো ফাইলটি আছে এবং তারা তা সিড করছে। এর পরে নীল অক্ষরে লেখা সংখ্যাগুলো হল পিয়ার এর সংখ্যা। অর্থাৎ এরা বর্তমান dhoom 3 ফাইলটি ডাউনলোড করেছে। সুতারাং যেটির সিড ও পিয়ার সংখ্যা বেশী দেখবেন সেটাই ডাউনলোড করবেন তাই স্পীড ও ভাল পাবেন। এবার রেজাল্ট থেকে যে কোন একটিতে ক্লিক করুন, নিচের মত দেখবেন........................

এবার আপনি thepiratebay.org তে ক্লিক করুন, নিচের মত দেখেবেন...............................

এবার আপনি GET THIS TORRENT এ ক্লিক করুন, নিচের মত দেখবেন..................................

এবার আপনি অকে করুন। যদি utorrent সিলেক্ট না থাকে তাহলে choose এ ক্লিক করে utorrent সিলেক্ট করে অকে করুন, নিচের মত দেখবেন.........................................................

এখানে আপনি আপনার ফাইলটির নাম সাইজ দেখবেন। এবার অকে করুন আর দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। নিচের ছবিটা দেখুন....................................

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সূস্থ থাকুন,