রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

রকেট গতিতে যেকোন টরেন্ট ফাইল ডাউনলোড করুন


রকেট গতিতে যেকোন টরেন্ট ফাইল ডাউনলোড করুন। (মেগা টিউন)

  আমরা বিভিন্ন সময় বড় ফাইল গুলো ডাউনলোড দিতে টরেন্ট  সাইট গুলো ইউস করে থাকি কিন্তু অনেক সময় কাঙ্খিত স্পীড পাইনা। এতে অনেক সময় ব্যয় হয়। uTorrent Pro version ব্যবহার করলে অনেক ভাল সুবিধা পাওয়া যায় কিন্তু নেটে ফ্রিতে প্রো ভার্শন পেলাম না, অনেক খুঁজে"Turbo Boost for uTorrent" নামের 15$ এর একটা সফটওয়্যার পেলাম, কিন্তু আমাদের অনেকেরই টাকা দিয়ে কেনার ইচ্ছা নেই, থাকবেই কেন যদি তা ফ্রিতে পাওয়া যায়? তাই আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্রিতে ফুল ভার্সন সারা জীবনের জন্য। চলুন কাজের কথায় আসি।

কাজ শুরুর আগে অবশ্যই uTorrent সফটওয়্যার টি ইনিষ্টল করা থাকতে হবে।
***প্রথমেই এখান থেকে or http://www.mediafire.com/?j8wkq6bi31wjdzd সফটওয়্যার টি ডাউনলোড করে নিন আর তার পর এক্সটাক করে নিন (Password: "ask4pc.net")। সেlটাপ প্রক্রিয়া সম্পূর্ন ইংরেজীতে দেখতে ভিসিট করুন এখানে Setup Process in English with Photo
১) এরপর "uTorrentTurboBooster_Installer4.2.exe" ফাইল টা Install করে নিন।
২) টাস্ক ম্যানেজার থেকে Exit করে নিন।
৩) এবার প্যাচ টা C:/Program Files/Turbo Booster for uTorrent এখানে পেস্ট করুন ও প্যাচ টা রান করুন।

৪) এবার টিক চিহ্ন দেয়া Patch লেখাতে ক্লিক করেন।

৫) এখন উক্ত ফোল্ডার থেকে "uTorrent Turbo Booster.exe" সফটওয়্যার টি রান করুন আর কি চাইলে ask4pc দিয়ে Reg বাটনে ক্লিক করেন।

কাজ শেষ তো ভাই, আর চিন্তা কি? এখন থেকে হেব্বি স্পীডে ডাউনলোড দিন।

Share this article :

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved