সময় সংরক্ষনে মজিলার ৬ টি জোসস্ এ্যাডঅন
১. রিড ইট লেইটার
এটি আপনাকে আপনার পছন্দনীয় আর্টিকেল এবং ওয়েবপেজ সমূহ কে পরে পড়ার জন্যে সেভ করে রাখতে পারবেন। মজার ব্যাপার হল আপনি সেভ করে রাখা এই সমস্ত আইটেম পরে অফলাইনে ও পড়তে পারবেন। এই জিনিসটা ই আমার সবচেয়ে ভালো লেগেছে।
২. কুকি রিমুভার
অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কুকিগুলো ফাস্ট কম্পিউটিং এর পথে বাধা হয়ে দাড়াচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কুকি অবশ্যই রিমুভ করতে হবে। যেটা ম্যানুয়্যালি করাটা একটু ঝামেলার ই বটে। আপনি চাইলে মজিলার এই জোসস্ এ্যাডঅনটি দিয়ে যে কোন সাইটের কুকি ম্যানেজ করতে পারবেন।
৩. ট্রাই এ্যাগেইন
সারভারে সাময়িক সমস্যা অথবা কোন টেকনিক্যাল ত্রুটি থাকলে আমরা প্রাই ই এই ডায়লগের সন্মুখীন হয়ে থাকি। এই এ্যাডঅনটি ট্রাই এ্যাগেইন বাটনে অটোম্যাটিক্যালি হিট করতে থাকবে সাইট না আসা পর্যন্ত। এখানে কিছুটা হলেও আপনার সময় সেভ হবে বলে আশা করি।
৪. এজিং টাবস্
একসাথে অনেকগুলো ট্যাবে আপনি কাজ করে অভ্যস্ত? প্রাই অর্গানাইজ করতে সম্যায় পরতে হয় আপনাকে? এই সমস্যা থেকে উৎরানোর জন্যে এই এ্যাডঅনটি ট্রাই করে দেখতে পারেন। এতে আপনি সহজেই ট্যাবগুলোকে ম্যানেজ করা ছাড়াও নিজের মনের মত রাঙিয়ে নিতে পারবেন।
৫. ট্যাবমিক্স প্লাস
এটি একটি আলটিমেট ট্যাব কালেকশন। এতে কিছু ক্লাসিক সুবিধা আপনি পাবেন। যেমন – ট্যাব ডুপ্লিকেট করা, ট্যাব ফোকাস কন্ট্রোলিং, ট্যাব ক্লিকিং অপশন এবং আপনার প্রয়োজনীয় আরো অনেক সুবিধা।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন