রবিবার, ৪ মে, ২০১৪

আপনার কম্পিউটার বার বার রিস্টার্ট(Restart) নেয়? সমাধান নিন

আপনার কম্পিউটার বার বার রিস্টার্ট(Restart) নেয়? সমাধান নিন

মাইক্রোসফ্ট যখন বাজারে উইন্ডোজ এক্সপি নিয়ে আসলো, প্রতিবার কোন একটি সফ্টওয়্যার এরর বা ভুল হলে স্বয়ংক্রিয়ভাবে Restart নিয়ে নিতো। যদিও মাঝে মাঝে ব্যতিক্রম হতো। যারা এধরনের পুনরায় রিস্টার্ট সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ট্রাবলশুটিং। উইন্ডোজ এক্সপি, ৭, এবং৮ ব্যবহারকারীরা এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এ ব্যাপারে নিচে বিস্তারিত বলা হলো
১) ডেস্কটপ থেকে My Computer এ মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন।
২) Properties এ ক্লিক করুন
৩) সিস্টেম প্রপার্টিজ উইন্ডোতে Advanced ট্যাব অথবা Advanced system settings লিংক এ ক্লিক করুন।
৪) Startup and Recovery এর নিচে Settings বাটনে ক্লিক করুন
1
৫) Startup and Recovery উইন্ডোতে Automatically restart চেক বক্সটি আনচেক করে দিন
2
৬) Ok চাপুন
এখন যদি কোন সমস্যা দেখা দেয় তাহলেও অটো রিস্টার্ট নিবে না রিস্টার্টের আগে একটি এরর ম্যাসেজ দেখাবে।
Share this article :

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved