সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪

অপারেটিং সিস্টেম থাকা অবস্থায় কীভাবে হার্ডডিস্কের ড্রাইভ বাড়াবেন?

অপারেটিং সিস্টেম থাকা অবস্থায় কীভাবে হার্ডডিস্কের ড্রাইভ বাড়াবেন?

আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবে যে কিভাবে উইন্ডোজ থাকা অবস্থায় হার্ডডিস্কের পার্টিশন বাড়াবেন?
প্রতমে আপনার কম্টিউটারের My Computer  এর উপর মাইস রেখে নাইট বাটনে ক্লিক করুন দেখবেন Manage একটি অপশন আছে। ঐটায় ক্লিক করুন। নিচের ছবিটে মার্ক করা।একটু দেখানোর চেষ্ট করি।
 অপারেটিং সিস্টেম থাকা অবস্থায় কীভাবে হার্ডডিস্কের ড্রাইভ বাড়াবেন?
উপরে ভালো করে দেখুন Device Management নামে মার্ক করা যে অপশন ঐটায় ক্লিক করেন।এবার আপনার কম্পিউটারে যে কয়টা ড্রাইভ আছে সেগুলো শো করবে।এখন আপনি যে কোন ড্রাইভ খেকে একটা নতুন ড্রাইভ করতে পারেন। আমি শেষের টায় করেছি তাই শেষেরটায় দেখালাম।পদ্ধতি সবগুলোর জন্য একই।
 অপারেটিং সিস্টেম থাকা অবস্থায় কীভাবে হার্ডডিস্কের ড্রাইভ বাড়াবেন?
মনে করুন F  ড্রাইভে পার্টিশন করে আর একটা ড্রাইভ করবেন।তাহলে F  ড্রাইভে উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করুন্ দেখেবেন Shrink Volume নামে একটা অপশন পাবেন ঐটায় ক্লিক করেন দেখবেন উপরের Shrink (F)নামের যে চার্টাটা দেখছেন ঐরকম আসবে।5874৮ এই জায়গায় দিবেন টিক তত যত আপনি নিউ ড্রা্ইভে রাখতে চান।এরপর Shrink এ ক্লিক করলে নতুন ড্করাইব তৈরী হয়ে যাবে।এবার নতুন ড্রাইভটির উপর ডান বাটন ক্লিক করে New Simple Volume এ ক্লিক করুন্‌রেপর যতগুলো  Next  পাবেন বার বার Next করুন।নিচের ছবিরমত।ব্যাস কাজ শেষ।
 অপারেটিং সিস্টেম থাকা অবস্থায় কীভাবে হার্ডডিস্কের ড্রাইভ বাড়াবেন?
ধন্যবাদ।
Share this article :

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved