মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

খুব সহজে আপনার Android or iPhone এর ক্যামারা কে Computer এর Webcam হিসাবে ব্যবহার করু


খুব সহজে আপনার Android or iPhone এর ক্যামারা কে Computer এর Webcam হিসাবে ব্যবহার করুন!! Root অথবা Jailbreak এর কোন প্রয়োজন নেই!




আজ আমি আপনাদের সাথে share করব কিভাবে আপনার android or iphone smart phone এর ক্যামেরাকে আপনার কম্পিউটারের webcamera হিসাবে ব্যাবহার করবেন।।।আমি এটি share করতেসি জারা জানেনা তাদের জন্য তাই জারা জানেন তারা দয়া করে ২৭০ গজ দূরে থাকুন...
আমার মত অনেকেই আছেন যাদের কে মাঝে মাঝে বন্ধুরা বা বান্ধবিরা বা যে কেউ অনলাইনে স্কাইপি বা অন্য কোন software এ video কল দেয় আর তখন আমরা লজ্জায় ভিডিও কল টা রিসিব করতে পারিনা webcamera না থাকার কারনে বা থাকলেও ক্যামারার রেসুলেশান ভাল না হওয়ার কারনে।যদি আপনার android অথবা iphone এর ক্যামারা ভাল হয় তা হলে আপনি খুব সহজেই সেটা কে আপনার pc এর ওয়েবকেম হিসাবে ব্যাবহার করতে পারবেন।এতে মোবাইল রুট করা বা জেইলব্রেক করার দরকার নেই।এই সিস্টেম টি আপনি ব্যাবহার করতে পারবেন আপনার wifi lan বা usb cable বা wifi server বা Bluetooth server এর মাধ্যমে তবে wifi এর জন্য অবস্য ইন্টারনেট দরকার হবে আর এটা মাঝে মাঝে কানেক্ট হতেও ভেজাল করে আবার আপনার ইন্টারনেট যদি লিমিটেড হয় বা কম স্পিডের হয় তা হলে একবার ভিডিও কল তারপর আবার ওয়েব কেম সব মিলিয়ে স্পিডের তেরটা বাজানো আরকি।তাই আমি সাজেস্ট করব usb দিয়ে কানেক্ট করার জন্য এতে ভিডিও কল ত হবেই আর সাথে mobile charging ও।
Step 1:আপনার স্মার্ট পোনে প্লে স্টোর বা এপেল এপস স্টোর থেকে droidcam wirless webcam free apps ।(size 1.59 mb)।download করে নিন।যাদের প্লে স্টোরে গেঞ্জাম পাকাই রাখচেন অথবা যে কোন কারন বসত ভিসিট করতে পারেন না তাদের জন্য আমি এপ্স টা মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েচি...download link
pro version apps ও আমি আপনাদের সুবিধার্থে mediafire এ  দিয়ে দিয়েচি.play store price 3.45 us....বিশ্বাস না হলে প্লে স্টোর থেকে দেখে আসতে পারেন।play store link ।  তবে মনে রাখবেন প্রো ভার্স ব্যাবহার করতে হলে আপনাকে অবস্য মোবাইল রুট ও গুগুল প্লে স্টোরে গেঞ্জাম পাকাইতে হবে মানে হ্যাক করতে হবে তা না হলে আপনি এপ্স ভেরিপাই করতে পারবেন না।download  lik here    (size 2.01 mb)
Step 2:আপনার পিসিতে DroidCam.Client.5.0.1 software টা install করে ওপেন করেন।(size 851 kb) official download site  http://www.dev47apps.com/  (available for windows and linux  os,sorry not available mac os)…আপনাদের কল্যাণে আমি এটাও মিডিয়া আগুনে আপলোড করে দিসি। download link
Step 3:এবার আপনার মোবাইল থেকে droidcam wirless webcam apps টা ওপেন করেন।ওপেন করলে এমন দেখতে পাবেন...
Wifi ip 192.168.0.5 and droidcam port:4747 এটা হল আপনার wifi lan server...এবার আপনি আপনার pc এর droidcam client apps টা ওপেন করে wifi lan থেকে device ip তে আপনার আইপি আর droidcam port এর ঘরে পোর্ট হিসেবে 4747 অথবা আপনার এপ্সে যে পোর্ট দিসে সেটা দিয়ে স্টার্ট এ ক্লিক করেন।
যদি কানেক্ট হয় তাহলে ত হইসে আর যদি আমার মত ইরর দেখায় তা হলে আপনার usb দিয়ে কানেক্ট করেন।
Step 4: প্রথমে আপনার মোবাইলের developer option টা অন করুন।(menu-setting-developer option) তারপর usb debugging এ মার্ক করে দিন।
step 5:এবার আপনার মোবাইলে ইন্সটল করা wirless webcam application টা ওপেন করেন তারপর usb দিয়ে পিসির সাথে কানেক্ট করেন,কানেক্ট করার পর আপনার পিসিতে ইন্সটল করা droidcam wirless webcam softwsre ওপেন করে দ্বিতিয় option usb তে গিয়ে স্টার্ট এ ক্লিক করেন।(মোবাইলের এপ্স টা সব সময় ওপেন থাকতে হবে webcam ব্যাবহার করার সময় না হলে কানেক্ট হবে না)
step 6:আপনি যদি সব কাজ ঠিক মত করতে পারেন তা হলে আপনার কাজ এখানেই সেস।এবার চেক করেনিন আমার মত স্কাইপি থেকে...
প্রথমে স্কাইপিতে সাইন ইন করা না থাকলে সাইনইন করে নিন তারপর tools-option-video settings  এর select webcam থেকে droidcam source 3  অথবা droidcam source mini 240 pixel যে কোন একটা সিলেক্ট করলেই হবে।আমি Toshiba leptop use করি তাই আপনারা এখানে আরেকটা option (Toshiba webcamera hd ) টা দেখেছেন।
Share this article :

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved