শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করুন

ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করুন আর সাথে কিছূ হ্যাকিং টিপস

কোন বস্তুর সিকিউরিটির দুর্বল পয়েন্ট গুলোর মাধ্যমে সেটির কন্ট্রল নেওয়াটাই হ্যাকিং।

সেক্ষেত্রে আপনার রিমোট কন্ট্রল  এসি পর্যন্ত হতে পারে হ্যাক। আমরা সাধারনত ওয়েবসাইট হ্যাক সোশ্যাল আইডী হ্যাক, ক্রেশিট কার্ড হ্যাক, ইত্যাদিই বুঝে থাকি।

সবাই জানেন যারা হ্যাক করে তাদের বলে হ্যাকার। এই হ্যাকার রা তিন প্রকারের হয়।

১। ব্লাক হ্যাট। (সকল ধরনের খারাপ কাজ এরা করে থাকে।)

২। হোয়াইট হ্যাট। (এরা ভালো মানের হ্যাকার। সাধারনত খারাপ কাজ করে না। এদের সিকিউরিটি স্পেশালিস্ট বলতে পারেন।)

৩। গ্রে হ্যাট। (এরা কখনো ব্লাক কখনো হোয়াইট হ্যাট দের মত আচরন করে থাকে।

হ্যাকিং করতে গেলে কি জানতে হবে ?

আপনাকে মুলত সকল প্রোগ্রামিং জানতে  হবে আর থাকতে হবে নিজের অসাধারন বুদ্ধি (যেটার অভাব নাই)

আপনার প্রোগ্রামিং এর দক্ষতা যত বেশি হবে আপনি তত ভালো হ্যাকার হতে পারবেন। এছাড়াও হ্যাকারদের নিজস্ব ভাষা আছে এর নাম  ” লিট”।

আচ্ছা আসুন এবার ওয়াইফাই হ্যাকিং শিখি।

প্রথমে Dumpper  এখান থেকে এবং   Jumpstart  সফটওয়্যার এখান থেকে রার ফাইলে  ডাউনলোড দেই।অথবা গুগল থেকে সার্চ করেও এই দুইটা নামায় নিতে পারেন।এবার  সেটা এক্সট্রাক্ট করে নেই এবং সেখান থেকে Jumpstart ইনস্টল করি।

এরপর Dumpper রান করি। এটা ইন্সটল করা লাগবে না।

রা করার পর নিচের ছবির মত করে

wps সিলেক্ট করে সেখান থেকে স্কান করবেন। তাহলে আপনার আশেপাশের সকল ওয়াইফাই নেটওয়ার্ক সেখানে শো করবে। এরপর আপনি যে নেটওয়ার্ক টা হ্যাক করতে চান ঐটায় ক্লিক করুন তাহলে নিচের লাল চিহ্ন দেওয়া ঘরে wps pin নামে  একটা পিন পাবেন ঐটা কপি করে নিন। এবার প্রোগ্রাম বন্ধ করে  jumpstart ওপেন করুন।

সেখানে join a wireless network সিলেক্ট রেখে নেক্সট করুন। এরপর নিচের ছবির মত আসবে।

এরপর  Enter a new pin from my access point সিলেক্ট করুন। তখন নিচে একটা ফাকা বক্স পাবেন। সেখানে আগের কপি করা পিন টি  ctrl+v চেপে পেস্ট করে দিন । এরপর নেক্সট করুন। এরপর একটু সময় নিবে কানেক্ট হতে। অপেক্ষা করুন হয়ে যাবে।

শর্ত

১ নেটওয়ার্ক ৫০ % এর উপরে থাকতে হবে ।

Share this article :

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved