বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

Control Your Friend's PC remotely with Crossloop !!!


The CrossLoop application allows a person at one computer to view and/or control a remote computer. The person accessing the remote computer will be able to see the desktop, use the mouse and use the keyboard. The CrossLoop application works great for helping or being helped by friends and family or for being helped by CrossLoop's support specialists.




I am a regular using of Crossloop. If any of my friends need help with their computer, I will always tell them to install Crossloop so I can control their computer and show them how to do something, rather than having them try to explain it over the phone. But for those who aren’t my friends yet, you can get computer help and advice from someone else. They will help you guide you through your problem by connecting to your computer to control it. 

Why so late? Download it & help your friends with CrossLoop.



Read more
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

আপনার কম্পিউটারকেই সার্ভার বানিয়ে ফেলুন এবং তাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন...............

আপনার কম্পিউটারকেই সার্ভার বানিয়ে ফেলুন এবং তাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন

আমরা যারা ওয়েব সাইট সংক্রান্ত কাজ শিখছি তাদের নানা রকম ঝামেলাই পড়তে হয় যেমন সার্ভার হোস্টিং। আজ আমি আপনাদের একটি সফ্টওয়ারের সন্ধান দেব যেটি দ্বারা আপনি অতি সহজেই আপনার কম্পিউটারকে সাভার বানাতে পারবেন। এর নাম হল XAMPP। ওয়ার্ডপ্রেস হল একটি বিশ বিখ্যাত ওয়েব পাবলিশিং সফটওয়ার যার জন্য দরকার PHP version 4.3 এবং MySQL version 4.0 আর Apache, IIS, অথবা Litespeedএর মত সার্ভার। আবার এগুলোম্যানুয়্যালী ইনস্টল করা যে কতটা ঝামেলার কাজ তা একবার করতে গেলেই বুঝতেপারবেন যদি না আপনা পুর্বের কোন টেকনিক্যাল জ্ঞান থাকে। XAMPP একটি বান্ডল অফার যার মাঝে  PHP,  MySQLApache Web Server সবগুলো একসাথে লোড ও কনফিগার করে দেওয়া আছে। আমরা যারা কম জানিতাদের কাজ হল তাড়াতাড়ি এটি সংগ্রহ করা আর ইন্সটন দিয়ে ফেলা ।  কারো কাছে না থাকলে সফ্টওয়ারটির লিঙ্ক দিলাম ডাউনলোডকরে নিন। ডাউনলোড শেষ হলে আর সকল সফট্ওয়ারের মত ইনস্টল করে ফেলুন। দেখবেনআপনার কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে এ্কটি লাল আইকন দেখা যাচ্ছে, ডাবল ক্লিককরুন নীচের উই্ডো দেখা যাবে।
এবারএপাচে এবং মাইএসকিউএল রান করুন। তারপর আপনার ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন। আপনার এড্রেস বারে লিখুন http://localhostএবং ENTER চাপুন। XAMPPইন্টারফেস আপনার সামনে এসে হাজির হবে।
তাৎক্ষনিক ভাবে PHPAdmin এর উপর ক্লিক করুন। আপনার সামনে মাইএসকিউএল এডমিন প্যানেল এনে হাজির করবে।
এখনDatabases এর উপর ক্লিক করুন এবং নীচের স্ক্রীনে নতুন ডাটাবেজ তৈরী করুন

সঠিকভাবে ডাটাবেস এর নাম দিন। এই যেমন ধরুন wordpress-test। এবারCreateবাটনে ক্লিক করুন।  আপনি কনফারমেশান মেসেজ পাবেন।


এবার PHPAdmin panel এ ফিরে যেতে  Server-localhostএ ক্লিক করুন। তারপরPrivilegesবাটনে ক্লিক করুন
Add a new userএ ক্লিক করুন। ইউজার নেম দিন, হোস্ট অবশ্যই Local হতে হবে।আপনার পাসয়ার্ড দিন অথবা Generatবাটনে ক্লিক করুন। পাসওয়র্ডকনফার্ম করুন। পাসওয়ার্ড জেনারেট করে থাকলে আপনার নোটপ্যাড খুলে তাতে আপনারই্উজার নেম ও পাসওয়ার্ড সেইভ করে রাখুন। Check All বাটনে ক্লিক করুন তারপরডানপাশের GO বাটনে ক্লিক করুন।

আপনি একটি কনফারমেশন মেশেজ পাবেন। আপনার কম্পিউটার এখন WordPressইনস্টলেশনের জন্য প্রস্তুত।
এখনকার কাজটুকু খুবই সোজা ওয়ার্ডপ্রেস না থাকলে ডাউনলোড করুন। এরপর এটিকে আপনার যে ড্রাইভে Xamppইনস্টল করা আছে সে ড্রাইভের  htdocs root folder এ সেভ করুন।

এবারবেরিয়ে আসুন ডেস্কটপে।ইন্টারনেট ব্রাউজ করুন এড্রেসবারের ভেতর সঠিকভাবে URL বসান।যেমন আমার ক্ষেত্রে http://localhost/wordpress
Create a configuration file ফাইলে ক্লিক করুন।
Let’s goবাটনে ক্লিক করুন্। নীচের স্ক্রীনে নোটপ্যাডে কপি করা সেই ইউজার নেম ও পাসওয়ার্ড ডাটাবেজ নাম বসিয়ে দিন।

সাবমিট বাটনে ক্লিক করুন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নীচের মেসেজটি পাবেন।

সেখান থেকে Run the install. বাটনে ক্লিক করুন।
আপনারব্লগের নাম,সচল ইমেইল এড্রেস চাইবে বসিয়ে দিন। আপনার  মেইল এড্রেস চেককরুন। আপনা ইউজার নেম ও পাওয়ার্ড পেযে যাবেন। এগুলো নোটপ্যাডে সেভ করেরাখুন। এখন http://localhost/wordpress/wp-admin এ লগ-ইন করুন। ভাল থাকবেনসবাই।
Read more
শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

কোন Software ছাড়া আপনার পিসিকে wifi zone তৈরী করুন । ছোট একটা কোড দিয়ে।

আমরা অনেকেই আমাদের ল্যাপটপকে wifi zone তৈরী করি Connectify me Software দ্বারা। আজ আপনাদের দেখাব কিভাবে  কোন সফটওয়্যার ছাড়া  ছোট একটা  কোডের মাধ্যমে আপনার ল্যাপটপে wifi zone চালু করবেন।
  1. প্রথমে Start আপনি Run এ যান তারপর CMD Type করুন।
  2.  এবার আপনার Laptop দিয়ে হবে কিনা তা দেখতে CMD-তে এই কোড টি Paste করুন
    netsh wlan show drivers

    যদি চিত্রের মতো “YES” দেখায় তাইলে বুঝবেন Line OK ৩। এবার ১ম কোড দেবার পালা । এই কোড টি CMD-তে Paste করতে হবে , কিন্তু নিজের ইচ্ছামতো নাম ও পাসওয়ার্ড দিয়েন ।
    netsh wlan set hostednetwork mode=allow ssid=myWiFi key=shuvo12345

    যেমন আমার WiFi Zone এর নাম “myWiFi” আর পাসওয়ার্ড “shuvo12345″
    ৪। এবার ২য় কোড দেবার পালা , এটা দিয়ে আপনার ওয়াই-ফাই On/Start হবে । এটাই আপনি পরবর্তীতে বার বার Use করবেন ।
    netsh wlan start hostednetwork
    ৫। হয়নি তাইনা ? কিভাবে হবে , আপনি তো Sharing-এ টিক মারেন নি ।

    যান Control Panel -এ যান
    তারপর Network & Sharing
    .
    .
    .
    .
    তারপর বা পাশ থেকে Change Adapter settings
    .
    .
    .
    .
    তারপর যেটা Share করতে চান সেটায় রাইট ক্লিক করে Properties
    .
    .
    .
    .
    তারপর Sharing ট্যাব থেকে Allow তে টিক দিন আর নিচের Home Network Connection থেকে আপনার টার্গেট দিন । Ok করলেই কাজ শেষ
    .
    .
    .
    ৭। ব্যাস হয়ে গেলো । প্রথমবার একটু ঝামেলা তো হবেই । DOS Mode কিনা । যাইহোক একবার কষ্ট করে করলে পরের বার শুধু 4 নং এর কোডটা CMD-তে Paste করলেই হবে । অথবা একটা Shortcut Create করে নেন ।
    Desktop-এ রাইট ক্লিক করে New Shortcut এ যান , তারপর নিচের কোডটি paste করুন ।
    netsh.exe wlan start hostednetwork
    তারপর একটা নাম দিয়ে ফিনিশ করুন । পরের বার ওই শর্টকাট এ ক্লিক করলেই হবে … তাইলে আর 4 নং কোড paste করা লাগবে না …
    যদি WiFi Zone টি Delete করতে চান তাইলে নিচের কোড লাগবে –
    শুধু প্রোফাইল name আপনার টা দিবেন ।
    netsh wlan delete profile name=”ProfileName”
    যদি WiFi Zone টি DeActivate করতে চান তাইলে নিচের কোড লাগবে –
    netsh wlan set hostednetwork mode=disallow
    ——————————————————–
Read more

ব্লক ওয়েবসাইটে এক্সিস করার নয়টি নিয়ম

ব্লক কোন ওয়েবসাইটে ঢুকতে পারছেন না? তাহলে দেখে নিন ব্লক ওয়েবসাইটে এক্সিস করার নয়টি নিয়ম

স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে যেকোনোভাবে ওয়েবসাইট ইরর ও সমস্যা মোকাবিলা করে আপনার কাঙ্খিত ওয়েবসাইট এক্সেস করবেন। ওয়েবসাইট এক্সেস সংক্রান্ত অনেক সমস্যাই আছে। তবে যে সমস্যাই হোক না কেন নিম্নে উল্লেখিত ৯টি মেথোডের একটি না একটি কাজ করবেই। তো, চলুন শিখে নেওয়া যাক সেই ৯টি মেথোড।

মেথোড-১
Checking for Errors

● কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে না পারলে প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে আপনার কাঙ্খিত ওয়েবসাইটটিতে কোনো ইরর আসে কিনা কিংবা কোনো বার্তা প্দর্শন করে কিনা। যদি এরকম বার্তা প্রদর্শন করে- This site is taken down for maintanance অথবা এর সাথে মিল আছে এমন কোনো ম্যাসেজ। তাহলে ধরে নিন যে ওয়েবসাইটটি পুনরায় নির্মাণের কাজ চলছে কিংবা আপডেট করা হচ্ছে। এ ব্যাপারে আরও নিশ্চিত হতে আপনি অন্য কোনো কম্পিউটার থেকে চেশ্টা করুন ঢুকতে পারেন কিনা। যদি না পারেন তবে এই ধারণাটিই ঠিক। এক্ষেত্রে আপনি কিছুদিন অপেক্ষা করুন এবং পুনরায় ব্রাউজ করার চেশ্টা করুন।

মেথোড-২
Checking for Restrictions

১. অনেকেই নিরাপত্তার জন্য ফায়ারওয়াল কিংবা এর মতো Third Party সফটওয়ার ব্যবহার করে থাকেন। এসব সফটওয়ার দিয়ে কোনো ওয়েবসাইট ব্লক করে রাখা হলে ঐ সাইটটি আর এক্সেস করা যায়না। তাই এও নিশ্চিত হয়ে নিন যে আপনি আপনার কাঙ্খিত ওয়েবসাইটটিকে ভুলবশত ঐসব সফটওয়ারটিকে ব্লক করে রেখেছেন কিনা। যদি করে থাকেন তাহলে তা আনব্লক করে দিন। তাহলেই আপনি ওয়েবসাইটটিকে ব্রাউজ করতে পারবেন।

২. আপনি যদি আপনার ব্রাউজার দিয়ে উক্ত সাইটটি Restrict করে রাখেন তাহলেও ব্রাউজ করতে পারবেন না। তাই আপনার ব্রাউজারের restrict list চেক করে দেখুন আপনি আপনার কাঙ্খিত সাইটটিকে ব্লক করে রেখেছেন কিনা।

৩. আপনার IP Adress যদি ওয়েবসাইটটি ব্লক করে দেয় তাহলেও আপনি সাইটটি ব্রাউজ করতে পারবেন না। এক্ষেত্র আপনি আইপি হাইড করার সাইট (যেমনঃ hideme.be, zacebook.com) কিংবা আইপি চেইন্জ করার সফটওয়ার ব্যবহার করে সাইটি ব্রাউজ করতে পারবেন।

৪. ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করুন এবং পুনরায় সাইটটি ব্রাউজ করার চেশ্টা করুন।

মেথোড-৩
Restarting Your Connection

১. আপনার পিসিটি বন্ধ করুন।

২. পাওয়ার সাপ্লাই বন্ধ করুন এবং পিসিতে মডেম, রাউটার বা এজাতীয় কোনো ডিভাইস কানেক্ট থাকলে তা পিসি থেকে বিচ্ছিন্ন করুন।

৩. সবকিছু আগের মতো সংযুক্ত করে পিসি অন করুন এবং দেখুন সাইটটি ব্রাউজ করতে পারেন কিনা।

মেথোড-৪
Checking the Hosts File

১. এই ফোল্ডারে যান- C:\Windows \system32\drivers \etc folder.

২. hosts ফাইলের উপর রাইট বাটন ক্লিক করুন।এখন Open with এ গিয়ে নোটপ্যাড দিয়ে ফাইলটি অপেন করুন।এই hosts ফাইলটি থেকে যা txt আছে সব কপি করুনতবে কোনো লাইন যদি # দিয়ে শুরু হয় তবে তা কপি করবেন না। একটি নতুন Text documet তৈরি করে তাতে সংরক্ষণ করুন। পরে এগুলো কাজে লাগবে।

৩. এবার host ফাইলটি ডিলিট করুন।

৪. এখন etc ফোল্ডারের মধ্যে নতুন একটি text ফাইল তৈরি করুন hosts নাম দিয়ে এবং কপিকৃত টিক্সট নতুন hosts ফাইলটিতে পেস্ট করুন।

৫. এখন organize অথবা folder option এ ক্লিক করুন etc ফোল্ডার থেকেই।

৬. এবার ফোল্ডার অপশন হতে view tab এ যানএবং “Show hidden files” অপশনটি চেক দিয়ে ও “Hide extensions for known filetypes” অপশনটি আনচেক দিয়ে অকে করুন।

৭. এবার Hosts.txt ফাইলটি রিনেম করে শুধু hosts করুন। যদি “Do you want to change thefile extension?” সতর্ক বাণী দেখায় তাহলে yes ক্লিক করুন।

৮. এখন আপনি আপনার কাঙ্খিত ওয়েবসাইটটি ব্রাউজ করতে পারবেন।

মেথোড-৫
Contacting the Webmaster

যে সাইটটি ব্রাউজ করতে পারছেন না সেই সাইটের এডমিনের সাথে যোগাযোগ করুন। এজন্য-

১. http://www.who.is এ যান এবং আপনি যে সাইটটির এডমিনের সাথে যোগাযোগ করতে চান তার address খালি বক্সে টাইপ করে সার্চ ক্লিক করুন।

২. এখন আপনি আপনার কাঙ্খিত সাইটের এডমিনের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেইল ঠিকানা পাবেন। এর মাধ্যমে আপনি আপনার সমস্যা এডমিনকে জানান। আশা করা যায় তারা এর একটা সমাধান আপনাকে দিবে।

৩. এছাড়া আপনি আপনার কাঙ্খিত সাইটের ফেইসবুক টুইটার বা অন্য কোনো সোশাল মাধ্যমেও যোগাযোগ করতে পারেন।

মেথোড-৬
Using a Proxy

কখনও কখনও আপনার দেশের সরকার কোনো অবৈধ বা অন্য কোনো কারণে আপনার দেশে ওয়েবসাইটটির এক্সেস বন্ধ করতে পারেন। এক্ষেত্রে আপনি-

১. কাঙ্খিত সাইটটিকে TOR বা এর মতো anonymous browsing সাইট বা সফটওয়ারের মাধ্যমে এক্সেস করতে পারবেন।

২. আবার প্রক্সি সাইট বা browser proxy add-on/extension ব্যবহার করেও আপনি আপনার কাঙ্খিত সাইট ব্রাউজ করতে পারবেন।

৩. এই দুইটি পদ্ধতিতে আপনি সাইট ব্রাউজ করতে পারলেও এই বিষয়টি মনে রাখবেন যে পদ্ধতিদ্বয় অবৈধ।

মেথোড-৭
Flushing DNS

১. এই পদ্ধতিতে ব্রাউজ করতে হলে command prompt এ গিয়ে “ipconfig /flushdns” কমান্ড দিন। কাজ না করলে পরবর্তী স্টেপ অনুসরণ করুন।

২. এক্ষেত্রে আপনি আপনার DNS Server বদলিয়ে দেখতে পারেন। ডিফল্ট Dns server পরিবর্তন করে বিভিন্ন পাবলিক সার্ভারের dns ব্যবহার করতে পারেন। যেমনঃ Google Dns, OpenDns ইত্যাদি।

মেথোড-৮
Asking for Help

● অনেক সময় আপনার ISP বা INTERNET SERVICE PROVIDER এর কিছু টেকনিকেল সমস্যার কারণে আপনি আপনার কাঙ্খিত সাইট ব্রাউজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি আপনার ISP এর হেল্পলাইনে সাহায্য চাইতে পারেন।

মেথোড-৯
Check Website Online Status

● আপনার কাঙ্খিত ওয়েবসাইটে বর্তমানে available কিনা তাও জানা দরকার এবং কোন ঠিকানায় গেলে সাইটটি এক্সেস করা যাবে তা জানতেhttp://www.who.is/ এ যান এবং আপনার কাঙ্খিত সাইটটির ডোমেইন নেম (example: tech4bd.cf) টাইপ করে সার্চ ক্লিক করুন।

Read more

ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করুন

ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করুন আর সাথে কিছূ হ্যাকিং টিপস

কোন বস্তুর সিকিউরিটির দুর্বল পয়েন্ট গুলোর মাধ্যমে সেটির কন্ট্রল নেওয়াটাই হ্যাকিং।

সেক্ষেত্রে আপনার রিমোট কন্ট্রল  এসি পর্যন্ত হতে পারে হ্যাক। আমরা সাধারনত ওয়েবসাইট হ্যাক সোশ্যাল আইডী হ্যাক, ক্রেশিট কার্ড হ্যাক, ইত্যাদিই বুঝে থাকি।

সবাই জানেন যারা হ্যাক করে তাদের বলে হ্যাকার। এই হ্যাকার রা তিন প্রকারের হয়।

১। ব্লাক হ্যাট। (সকল ধরনের খারাপ কাজ এরা করে থাকে।)

২। হোয়াইট হ্যাট। (এরা ভালো মানের হ্যাকার। সাধারনত খারাপ কাজ করে না। এদের সিকিউরিটি স্পেশালিস্ট বলতে পারেন।)

৩। গ্রে হ্যাট। (এরা কখনো ব্লাক কখনো হোয়াইট হ্যাট দের মত আচরন করে থাকে।

হ্যাকিং করতে গেলে কি জানতে হবে ?

আপনাকে মুলত সকল প্রোগ্রামিং জানতে  হবে আর থাকতে হবে নিজের অসাধারন বুদ্ধি (যেটার অভাব নাই)

আপনার প্রোগ্রামিং এর দক্ষতা যত বেশি হবে আপনি তত ভালো হ্যাকার হতে পারবেন। এছাড়াও হ্যাকারদের নিজস্ব ভাষা আছে এর নাম  ” লিট”।

আচ্ছা আসুন এবার ওয়াইফাই হ্যাকিং শিখি।

প্রথমে Dumpper  এখান থেকে এবং   Jumpstart  সফটওয়্যার এখান থেকে রার ফাইলে  ডাউনলোড দেই।অথবা গুগল থেকে সার্চ করেও এই দুইটা নামায় নিতে পারেন।এবার  সেটা এক্সট্রাক্ট করে নেই এবং সেখান থেকে Jumpstart ইনস্টল করি।

এরপর Dumpper রান করি। এটা ইন্সটল করা লাগবে না।

রা করার পর নিচের ছবির মত করে

wps সিলেক্ট করে সেখান থেকে স্কান করবেন। তাহলে আপনার আশেপাশের সকল ওয়াইফাই নেটওয়ার্ক সেখানে শো করবে। এরপর আপনি যে নেটওয়ার্ক টা হ্যাক করতে চান ঐটায় ক্লিক করুন তাহলে নিচের লাল চিহ্ন দেওয়া ঘরে wps pin নামে  একটা পিন পাবেন ঐটা কপি করে নিন। এবার প্রোগ্রাম বন্ধ করে  jumpstart ওপেন করুন।

সেখানে join a wireless network সিলেক্ট রেখে নেক্সট করুন। এরপর নিচের ছবির মত আসবে।

এরপর  Enter a new pin from my access point সিলেক্ট করুন। তখন নিচে একটা ফাকা বক্স পাবেন। সেখানে আগের কপি করা পিন টি  ctrl+v চেপে পেস্ট করে দিন । এরপর নেক্সট করুন। এরপর একটু সময় নিবে কানেক্ট হতে। অপেক্ষা করুন হয়ে যাবে।

শর্ত

১ নেটওয়ার্ক ৫০ % এর উপরে থাকতে হবে ।

Read more
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

খুব সহজে আপনার Android or iPhone এর ক্যামারা কে Computer এর Webcam হিসাবে ব্যবহার করু


খুব সহজে আপনার Android or iPhone এর ক্যামারা কে Computer এর Webcam হিসাবে ব্যবহার করুন!! Root অথবা Jailbreak এর কোন প্রয়োজন নেই!




আজ আমি আপনাদের সাথে share করব কিভাবে আপনার android or iphone smart phone এর ক্যামেরাকে আপনার কম্পিউটারের webcamera হিসাবে ব্যাবহার করবেন।।।আমি এটি share করতেসি জারা জানেনা তাদের জন্য তাই জারা জানেন তারা দয়া করে ২৭০ গজ দূরে থাকুন...
আমার মত অনেকেই আছেন যাদের কে মাঝে মাঝে বন্ধুরা বা বান্ধবিরা বা যে কেউ অনলাইনে স্কাইপি বা অন্য কোন software এ video কল দেয় আর তখন আমরা লজ্জায় ভিডিও কল টা রিসিব করতে পারিনা webcamera না থাকার কারনে বা থাকলেও ক্যামারার রেসুলেশান ভাল না হওয়ার কারনে।যদি আপনার android অথবা iphone এর ক্যামারা ভাল হয় তা হলে আপনি খুব সহজেই সেটা কে আপনার pc এর ওয়েবকেম হিসাবে ব্যাবহার করতে পারবেন।এতে মোবাইল রুট করা বা জেইলব্রেক করার দরকার নেই।এই সিস্টেম টি আপনি ব্যাবহার করতে পারবেন আপনার wifi lan বা usb cable বা wifi server বা Bluetooth server এর মাধ্যমে তবে wifi এর জন্য অবস্য ইন্টারনেট দরকার হবে আর এটা মাঝে মাঝে কানেক্ট হতেও ভেজাল করে আবার আপনার ইন্টারনেট যদি লিমিটেড হয় বা কম স্পিডের হয় তা হলে একবার ভিডিও কল তারপর আবার ওয়েব কেম সব মিলিয়ে স্পিডের তেরটা বাজানো আরকি।তাই আমি সাজেস্ট করব usb দিয়ে কানেক্ট করার জন্য এতে ভিডিও কল ত হবেই আর সাথে mobile charging ও।
Step 1:আপনার স্মার্ট পোনে প্লে স্টোর বা এপেল এপস স্টোর থেকে droidcam wirless webcam free apps ।(size 1.59 mb)।download করে নিন।যাদের প্লে স্টোরে গেঞ্জাম পাকাই রাখচেন অথবা যে কোন কারন বসত ভিসিট করতে পারেন না তাদের জন্য আমি এপ্স টা মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েচি...download link
pro version apps ও আমি আপনাদের সুবিধার্থে mediafire এ  দিয়ে দিয়েচি.play store price 3.45 us....বিশ্বাস না হলে প্লে স্টোর থেকে দেখে আসতে পারেন।play store link ।  তবে মনে রাখবেন প্রো ভার্স ব্যাবহার করতে হলে আপনাকে অবস্য মোবাইল রুট ও গুগুল প্লে স্টোরে গেঞ্জাম পাকাইতে হবে মানে হ্যাক করতে হবে তা না হলে আপনি এপ্স ভেরিপাই করতে পারবেন না।download  lik here    (size 2.01 mb)
Step 2:আপনার পিসিতে DroidCam.Client.5.0.1 software টা install করে ওপেন করেন।(size 851 kb) official download site  http://www.dev47apps.com/  (available for windows and linux  os,sorry not available mac os)…আপনাদের কল্যাণে আমি এটাও মিডিয়া আগুনে আপলোড করে দিসি। download link
Step 3:এবার আপনার মোবাইল থেকে droidcam wirless webcam apps টা ওপেন করেন।ওপেন করলে এমন দেখতে পাবেন...
Wifi ip 192.168.0.5 and droidcam port:4747 এটা হল আপনার wifi lan server...এবার আপনি আপনার pc এর droidcam client apps টা ওপেন করে wifi lan থেকে device ip তে আপনার আইপি আর droidcam port এর ঘরে পোর্ট হিসেবে 4747 অথবা আপনার এপ্সে যে পোর্ট দিসে সেটা দিয়ে স্টার্ট এ ক্লিক করেন।
যদি কানেক্ট হয় তাহলে ত হইসে আর যদি আমার মত ইরর দেখায় তা হলে আপনার usb দিয়ে কানেক্ট করেন।
Step 4: প্রথমে আপনার মোবাইলের developer option টা অন করুন।(menu-setting-developer option) তারপর usb debugging এ মার্ক করে দিন।
step 5:এবার আপনার মোবাইলে ইন্সটল করা wirless webcam application টা ওপেন করেন তারপর usb দিয়ে পিসির সাথে কানেক্ট করেন,কানেক্ট করার পর আপনার পিসিতে ইন্সটল করা droidcam wirless webcam softwsre ওপেন করে দ্বিতিয় option usb তে গিয়ে স্টার্ট এ ক্লিক করেন।(মোবাইলের এপ্স টা সব সময় ওপেন থাকতে হবে webcam ব্যাবহার করার সময় না হলে কানেক্ট হবে না)
step 6:আপনি যদি সব কাজ ঠিক মত করতে পারেন তা হলে আপনার কাজ এখানেই সেস।এবার চেক করেনিন আমার মত স্কাইপি থেকে...
প্রথমে স্কাইপিতে সাইন ইন করা না থাকলে সাইনইন করে নিন তারপর tools-option-video settings  এর select webcam থেকে droidcam source 3  অথবা droidcam source mini 240 pixel যে কোন একটা সিলেক্ট করলেই হবে।আমি Toshiba leptop use করি তাই আপনারা এখানে আরেকটা option (Toshiba webcamera hd ) টা দেখেছেন।
Read more
মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

Android ডিভাইসের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করুন


Android ডিভাইসের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করুন 


পদ্বতি ১- এই পদ্ধতিতে আপনি আপনার গুগল একাউন্ট দিতে Pattern Lock রিকভার করতে পারবেন। এজন্য আপনার ডিভাইস এ মাস্ট এবং মাস্ট ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই পধতিতে রিকভার করার জন্যে ৫ বার ভুল প্যাটার্ন দিন তারপর একটি অপশন আসবে এরকম– Forgot Pattern? আসলে এটার ভিতর যান এবং আপনার জিমেইল একাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। তারপর আপনাকে নতুন প্যাটার্ন দিতে বলবে এবং দিয়ে ফেলুন। এটি খুব সহজ মেথড এবং খুব দ্রুত আপনি প্যাটার্ন লক আনলক/রিকভার করতে পারবেন তবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
পদ্বতি ২- আপনার ডিভাইস এ যদি ইন্টারনেট কানেকশন না থাকে তবে কি করবেন?? তখন করার কিছু নেই আপনার ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট দিতে হবে এই পদ্ধতিতে। তবে ডিভাইস এর ভিতর থেকে আমরা রিসেট করতে পারি অনেকেই কিন্তু রিকভারি মুড থেকে অনেকেই পারি না এমনকি জানি ও না কিভাবে করতে হয়। তবে বলে রাখি রিসেট করার পর আপনার ডিভাইস এর সকল অ্যাপ/ডাটা মুছে যাবে এবং ডিভাইস নতুন ভাবে রিসেট হয়ে আসবে যেমনটি মার্কেট থেকে কিনেছিলেন। সুতরাং করতে চাইলে নিচের পদ্ধতি দেখুন…
এজন্য প্রথমেই আপনার ডিভাইসটি বন্ধ করুন। কিভাবে বন্ধ অথবা সুইচ অফ করতে হয় তা নিশ্চয় বলে দিতে হবে না। এখন Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ।তবে ভিবিন্য কোম্পানির ডিভাইস এ এই পদ্ধতি ভিবিন্য রকম হয়ে থাকে তাই এটা কাজ না করলে নিচের যেকোনো একটা কাজ করবে…
১. Volume Down + Volume Up + Power button.
২. Volume Down + Power button.
৩. Volume Up + Power button.
৪. Volume Up + Home + Power button.
৫. Volume Up + Camera button.
৬. Home + Camera button.
৭. Home + Power button
উপরের যেকোনো একটা কম্বিনেশন কাজ করবেই মাস্ট আপনার ডিভাইস এ । তারপর আপনি রিকভারি মুড এ প্রবেশ করবেন এই পদ্ধতিতে। প্রবেশ করার পর Wipe Data / Factory Reset নামক একটা অপশন দেখতে পারবেন এবং অপশন টি সিলেক্ট করার জন্যে ডিভাইস এর ভলিউম বাটন ইউজ করুন উপর নিচে নামতে এবং পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট অথবা ওকে চাপতে পারবেন। এই অপশন টি সিলেক্ট করার পর আপনার কাছে কনফারমেশন পারমিশন চাওয়া হবে এবং ইয়েস দিয়ে দিন তাহলে আপনার ডিভাইস টি ফ্যাক্টরি রিসেট হবে এবং নতুন করে ডিভাইস চালু হবে এতে করে আপনার দেয়া পূর্বের সকল পাসওয়ার্ড মুছে যাবে এমনকি সব ডাটা ও ।
মেথড ৩- স্ক্রিন লক বাইপাস নামক একটি মেথড আছে যা Android 2.3.x অথবা তার নিম্ন ভার্সন এ কাজ করে এবং তার সাহায্যে পিসি থেকে মাত্র কয়েক ক্লিক এ আপনি প্যাটার্ন লক আউট করে দিতে পারবেন। যদিও এখন সবাই এর চেয়ে বেশি ভার্সন এর ডিভাইস ইউজ করেন তবুও কেউ যদি থেকে থাকেন তার জন্যে এই পদ্ধতি দিলাম। এতে করে আপনার ডিভাইস রুট করা থাকতে হবে না। এজন্য যা করতে হবে…
● gingerbread_lock_bypass_droidiser.zip ফাইল টি আপনার পিসিতে ডাউনলোড করুন তারপর Winzip, Winrar, 7ZIP যেটাই থাকে তার সাহায্যে Extract করুন ফাইলটি।
● আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করে নিন পিসি তে। ড্রাইভার এর লিংক দিতে পারলাম না কারন একেকজন একেকরকম কোম্পানির ডিভাইস ইউজ করেন সুতরাং ড্রাইভার ও ভিন্য।
● ড্রাইভার ইন্সটল করার পর অথবা করা থাকলে আপনার ডিভাইসটি পিসি তে কানেক্ট করুন।
● একটু আগে যে ফাইলটি ডাউনলোড ও এক্সট্রাক্ট করেছেন তার ভিতর প্রবেশ করুন।
● এবার Double_Click_Me.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন এবং enter 1 to continue in the command window
● সব ঠিকঠাক মতো থাকলে আপনার ডিভাইসটি আনলক করার ট্রাই করুন এবং প্যাটার্ন লক টি বাইপাস হয়ে যাবে।
মেথড ৪– এবার কথা হল আপনার ডিভাইস নতুন ভার্সন এর সুতরাং মেথড ৩ কাজ করবে না। সুতরাং আপনি কিভাবে কি করবেন ? তাই আপনার জন্যে মেথড ৪ দিচ্ছি। এই পদ্ধতিতে আপনার ডিভাইস এর যেকোনো পাসওয়ার্ড অথবা পিন/প্যাটার্ন লক আউট কিংবা বাইপাস করতে পারবেন তবে ডিভাইসটি মাস্ট রুট করা থাকতে হবে। ধরে নিলাম রুট করা আছে তাহলে নিচের স্টেপ অনুসরন করুন…
● Reset Password Tool by Droidiser.zip ফাইল টি আপনার পিসিতে ডাউনলোড করুন তারপর Winzip, Winrar, 7ZIP যেটাই থাকে তার সাহায্যে Extract করুন ফাইলটি।
● আপনার ডিভাইস এর জন্যে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করে নিন পিসি তে। ড্রাইভার এর লিংক দিতে পারলাম না কারন একেকজন একেকরকম কোম্পানির ডিভাইস ইউজ করেন সুতরাং ড্রাইভার ও ভিন্য।
● ড্রাইভার ইন্সটল করার পর অথবা করা থাকলে আপনার ডিভাইসটি পিসি তে কানেক্ট করুন।
● একটু আগে যে ফাইলটি ডাউনলোড ও এক্সট্রাক্ট করেছেন তার ভিতর প্রবেশ করুন।
● এবার Double_Click_Me.bat ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন এবং enter 1 to continue in the command window
● সব ঠিকঠাক মতো থাকলে আপনার ডিভাইসটি আনলক করার ট্রাই করুন এবং ডিভাইস এ থাকা সকল প্রকার পাসওয়ার্ড পিন কিংবা প্যাটার্ন লক বাইপাস হয়ে যাবে।
মেথড ৫- ধরে নিলাম মেথড ৪ পর্যন্ত কোনটাই কাজ করলো না। তাহলে আপনার জন্যে মেথড ৫ এবং এটা ৫ নাম্বার এ দিলাম কারন একটু কঠিন এবং রিস্কি। তাহলে নিচের স্টেপ অনুসরন করুন…
● প্রথমেই Aroma File Manager ডাউনলোড করে নিন পিসিতে। ডাউনলোড লিংকঃ↓
Download Now
● এবার পিসি থেকে ফাইলটি আপনার এসডি অথবা মেমরি কার্ড এর রুট ফোল্ডার এ কপি করুন অথবা রাখুন।
● এবার রিকভারি মুড এ প্রবেশ করুন। কিভাবে করতে হবে তা মেথড ১ এ দেখিয়েছি।
● ধরে নিলাম রিকভারি মুড এ প্রবেশ করেছেন। এবার Aroma File Manager ফ্ল্যাশ করুন। কিভাবে ফ্ল্যাশ করবেন? রিকভারি মুড এ দেখুন ফ্ল্যাশ ফ্রম এসডি কার্ড নামক অপশন আছে তাতে প্রবেশ করুন তারপর আপনার এসডি কার্ড থেকে কপি করা ফাইলটি সিলেক্ট করেন দিন এবং কনফার্ম করুন।
● এবার মিনু অপশন এ ক্লিক করে সেটিং এ প্রবেশ করুন এবং Mount All Partitions সিলেক্ট করুন।
● এবার Aroma File Manager বের হয়ে যান এবং আবার ফ্ল্যাশ করুন এটি।
● এবার ফ্ল্যাশ করার পর আপনার ডিভাইস এ থাকা সব পার্টিশন দেখতে পারবেন।
● এবার /data/system এ যান।
● এখন যদি প্যাটার্ন লক বাইপাস অথবা রিমুভ করতে চান তাহলে gesture.key ফাইলটি ডিলিট করুন (ডিলিট অপশন পেতে লং প্রেস করতে হবে)
● যদি পাসওয়ার্ড রিমুভ করতে চান তাহলে password.key ফাইলটি ডিলিট করুন।
● ডিলিট করা হয়ে গেলে Aroma File Manager এক্সিট করে দিন এবং রিবুট করুন ডিভাইস।
● ডিভাইস অন হবে এবং সকল প্রকার কল বাইপাস হয়ে যাবে যদি ঠিকমতো ডিলিট করে থাকেন।
এই হল কার্যকরী কিছু মেথড লক বাইপাস/আনলক/রিকভার করার জন্যে। এছারাও প্লে স্টোর এ কিছু অ্যাপ পাওয়া যায় স্ক্রিন কল বাইপাস নামক। সেগুল ইউজ করেও বাইপাস করতে পারবেন তবে ডিভাইস এ ইন্টারনেট কানেকশন থাকতে হবে অথবা পিসি থেকে ক্যাবল দিয়ে অ্যাপটি ইন্সটল করাতে হবে ডিভাইস এ এবং তারপর স্ক্রিন লক/প্যাটার্ন লক বাইপাস করতে পারবেন।
আমার জানা এবং পরিক্ষিত কিছু মেথড এর মধ্যে ৫ টি মেথড আজ তুলে ধরলাম আপনাদের সামনে। আরও কিছু মেথড আছে সেগুলা রিস্কি তাই দিলাম না। আশা করি এই মেথড গুলোই কাজ করবে আপনার জন্যে। তবে দুর্ভাগ্যবশত কাজ না করলে সেটার জন্যে আমি দায়ী নই কারন ডে বাই ডে সিস্টেম এবং সিকিউরিটি আপডেট হচ্ছে। তবে একটা কথা বলে রাখি কোনটাও যদি কাজ না করে তাহলে আপনাকে মেথড ২ দিয়েই করতে হবে যদিও ডিভাইস এর সকল ডাটা মুছে যাবে
Read more
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫

Windows ক্রাশ প্রতিরোধ এর ৮ টি উপায়.

Windows ক্রাশ প্রতিরোধ এর ৮ টি উপায় – খুব দরকারী টিপস … জেনে নিন এখনিই.

আমরা যারা পিসি চালাই অনেকে সময় আমাদের windows crash করে। আর এর জন্য আমাদের বিপদেরও শেষ থাকে না। এই যেমন ধরুন আপনি একটা গুরুত্ব পূর্ন ফাইল রেখেছেন আর আপনি যখন পিসি অন করলেন আর আপনার windows cras করল তখন আপনার কি অবস্তা সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই আজকে আমি আপনাদের সাথে ক্রাশ প্রতিরোধ এর কিছু উপায় আলোচনা করব। তাহলে চলুন আর কথা না বাড়াই।
দেখে নেই এক নজরে ক্রাশ প্রতিরোধ এর উপায় গুলিঃ
১) ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করেন। যেমন, নরটন এন্টিভাইরাস। এন্টিভাইরাস আপনার মেমরির কিছু অংশ হয়ত দখল করবে। কিন্তু এটি আপনার কম্পিউটার কে ভাইরাস থেকে মুক্ত রাখবে। আর প্রতি ৩ মাস পর পর আপনার এন্টিভাইরাস টি আপডেট দিন। আর মাসে অন্তত আপনার এন্টিভাইরাস দিয়ে সম্পূর্ণ পিসি স্ক্যান করুন। কোন কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড দেয়ার পর স্ক্যান করে নিন।
২) আপনার কোন গুরুত্বপূর্ণ ফাইল এর ব্যাকআপ করে নিন। যদিও এটি একটি বিরক্তকর জিনিস। কিন্তু সিস্টেম ক্রাশ হলে আপনার অই গুরুত্বপূর্ণ ফাইল টি যদি না খুজে পাওয়া যায় তাহলে ঐটা মনে হয় নষ্ঠ হবে।
৩) সপ্তাহে অন্তত আপনার ড্রাইভ গুলো স্ক্যান ডিস্ক দিয়ে স্ক্যান করিয়ে নিন। এর জন্য আপনার ড্রাইভ এর উপর রাইট ক্লিক করে প্রপারটিজে এ ক্লিক করুন। তার পর টুলস ট্যাব এ প্রবেশ করে স্ক্যান ডিস্কে ঢুকে আপনার ড্রাইভ টি স্ক্যান করুন। এটি আপনার হার্ডডিস্ক টি চেক করে এরর গুলো রিপেয়ার করে দিবে।
৪) প্রতি মাসে অন্তত একবার আপনার ড্রাইভ গুলো ডিফ্রাগমেন্ট করে নিন। এতে আপনার পিসির পারফরমেন্স বাড়বে।
৫) স্টার্ট আপ থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলুন।
৬) অপ্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করবেন না। করা থাকলেও আনইন্সটল করে ফেলুন।
৭) বেশি প্রোগ্রাম একসাথে রান করবেন না। ফলে আপনার মাল্টিটাস্কিং সুবিধা নিতে গিয়ে সিস্টেম রিসোর্চ ঘাটতি ঘটে আপনার সিস্টেম ক্রাশ করবে।
৮) ক্রাশ প্রটেক্টর সফটওয়্যার ব্যবহার করুন।
Read more

কিভাবে ড্রপবক্স থেকে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক পাওয়া যায়

কিভাবে ড্রপবক্স থেকে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক পাওয়া যায় এবং রিজিউম সাপোর্ট সহ ডাউনলোড করা যায় !!! 

কিভাবে ড্রপবক্স থেকে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক পাওয়া যায় এবং রিজিউম সাপোর্ট সহ ডাউনলোড করা যায়।

তাহলে শুরু করি –
যদি লিঙ্ক হয় এটা – https://www.dropbox.com/s/5mcp6iq3bgeakx5.zip
ডিলেট করুন s https থেকে  এবং রিপ্লেস করুন  www কে  dl দিয়ে ,
যেমন লিঙ্কটি দেখতে এমন হবে – http://dl.dropbox.com/s/5mcp6iq3bgeakx5.zip
এবার এই লিঙ্ক টি কপি করে আই ডি এম বা যেকোনো ডাউনলোড ম্যানেজার রে পেস্ট করে ডাউনলোড করুন ফুল স্পিডে।
Read more
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনার Pendrive অথবা USB memorycard কে বানিয়ে ফেলুন RAM ।

সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনার Pendrive অথবা USB memorycard কে বানিয়ে ফেলুন RAM ।
বর্তমানে আমাদের দেশের অনেক ইউসাররাই ব্যবহার করছেন Windows 7 কিন্তু প্রবলেম একটাই তা হল অত্যাধুনিক গ্রাফিক্স সিস্টেমের কারনে যাদের পিসির RAM বা Processor এর ক্ষমতা কম তারা প্রায়ই পিসি নিয়ে সমস্যায় পরেন তাদের পিসি স্লো হয়ে যায়,আর আমার
এ এলার্মটি মূলত তাদের জন্যই । আমি আপনাদের যে প্রক্রিয়া বলব তার মাধ্যমে আপনারা যে কোন Pendrive,Memory কে RAM এর সহকারি মেমোরিতে রূপান্তর করতে পারবেন।
প্রথমে আপনার পিসিতে Pendrive বা Memorycard ঢোকান। এর পর My Computer এ যান । এরপর সেখানথেকে আপনার Pendrive বা Memorycard এর Properties এ যান।
Readyboost

সেখাকার উপরের চিত্রের মতন ReadyBoost এ ক্লিক করুন ।সেখানে তিনটি অপশন দেখতে পাবেন ।
1. Do not use this device.
2. Dedicate this device to ReadyBoost.
3. Use this device.
এরপর সেখানথেকে 3. Use this device. এ ক্লিক করুন এরপর চিত্রের মত আপনার ইচ্ছা অনুযায়ী মেমোরি ব্যবহারের জন্য নির্ধারন করুন বা 2. Dedicate this device to ReadyBoost. এ ক্লিক করার মাধ্যমে আপনার device এর সর্বোচ্চ খালি জায়গা ReadyBoost এর জন্য ব্যবহার করুন ব্যস তা হলেই আপনার পেনড্রাইভ প্রস্তুত । এ পদ্ধতির ফলে আপনার পেনড্রাইভ আপনার RAM এর সহকারি মেমোরিতে রূপান্তরিত হবে । একবার পরখ করেই দেখুন ।
Read more
পেন ড্রাইভে windows 7 এবং xp এক সাথে মাল্টি বুটেবল পেন ড্রাইভ ডিস্ক।
যা কিছু লাগবে আপনার:::
*আট  জিবি সাইজের একটি পেন ড্রাইভ
* Windows 7 এর একটি DVD
* Windows XP এর একটি CD/DVD (পিসিতে থাকলেও চলবে)
মাল্টি বুটেবল windows 7 ও xp একসাথে
১। পেন ড্রাইভ প্রবেশ করুন পিসিতে এবং খুব ভালো করে পেন ড্রাইভ টি ফরম্যাট করে নিন
২। ডাউনলোড করুন http://www.softpedia.com/get/PORTABLE-SOFTWARE/System/System-Enhancements/WinSetupFromUSB.shtmlএখন ডাউনলোড শেষ হলে আনজিপ করে folder টি ওপেন করুন, রাইট ক্লিক করুন WinSetupFromUSB (.exe) ফাইলে এবং Run as administrator এ ক্লিক করুন।

৩। সফটওয়্যার টি ওপেন হলে নিচের ছবির তে মার্ক করা অপশন গুলো টিক মার্ক করুন।
# Removable
# Windows will be installed in \WINDOW
খেয়াল করে দেখুন USB Disk Selection বক্স এ আপনার পেন ড্রাইভ টি আছে কিনা দরকার হলে refresh এ ক্লিক করুন ২/৩বার । এখনRMPrepUSB এখানে ক্লিক করুন।
৪। এখন RMPREPUSB ওপেন হয়েছে. নিচের ছবিতে দেখানো জায়গা গুলোতে ঠিক মত টিক মার্ক দেয়া জাউগা গুলো আপনিও টিক মার্ক করে দিন।
ক) প্রথম বক্স এ আপনার পেন ড্রাইভ টি থাকতেই হবে, খেয়াল করুন আছে কিনা।
খ) Boot Options এ সিলেক্ট করুন XP/BartPE bootable [NTLDR]
গ) File System ও OverRides section, এ সিলেক্ট করুন Boot as HDD (C:2PNST), এবং NTFS
ঘ) এখন File –> USB এ যান।
এখন ক্লিক করুন Prepare Drive বাটনে একটি মেসেজ বক্স আসবে ক্লিক Ok তারপর আবার Ok
৫। অপেক্ষা করেন বস যতখন এই লিখা না দেখা যায় “Operation Completed”.
৬। এখন PREPUSB বন্ধ করে দিন।
৭। প্রথমে XP CD/DVD এর সিডি ঢুকান পিসিতে. এখন WinSetupFromUSB ওপেন করুন, Browse এ ক্লিক করুন যেখানে লিখা আছে“Windows 2000/XP/2003 Source” এখন windows xp এর CD/DVD যেই ড্রাইভে আছে সেই ড্রাইভে টা দেখিয়ে দিন অথবা যদি আপনার পিসির ভিতরে XP থাকে তাহলে সেটাও হবে। পিসির ভিতরে যেই ফল্ডারে আছে সেটা দেখিয়ে দিন।
৮। কাজ হয়ে গেলে উপরে ছবির GO ক্লিক করুন।এখন Ok দিন। এখন XP CD/DVD বের করুন সিডি রম থেকে এবং উইন্ডোজ7 এর DVD প্রবেশ করান সিরি রমে।
৯। নিচের ছবি দেখুন এটা সিলেক্ট করুন “Vista/7 setup/PE/Recovery ISO” এবং browse এ ক্লিক করে Windows 7 installation ফোল্ডার টি দেখিয়ে দিন. তারপরে Go তে ক্লিক করুন। (ঘণ্টা খানেক সময় নিতে পারে। তাই ওয়েট করতে হবে, কনো কিছু বন্ধ কইরেন না)
১০। নিচের ছবির মতন Done লিখা আসলে বুঝে নিবেন কাজ শেষ হইছে।
১১। এখন আরেকটা জিনিস ডাউনলোড করুন এখান থেকে. আনজিপ করলে ২টি ফাইল পাবেন,  menu.lst এবং winsetup.lst এই ২টা কপি করে পেন ড্রাইভে পেস্ট করে দিন। যদি পিসি আপনাকে বলে এই নামে ফাইল আছে তাহলেও রিপ্লেস করবেন অবশ্যই।
১২। বস, আপনার কাজ হয়ে গেছে এখন দেখুন বুট করলে ২টি অপশন দেখতে পারবেন। যেটা ইচ্ছা ইন্সটল করে নিন।
নোট: যখন Windows XP setup সিলেক্ট করবেন আপনি ২টি অপশন দেখা যাবে।
First part of Windows XP setup
Second part of Windows XP setup
প্রথমে আপনি Windows XP setup এর প্রথম পার্ট সিলেক্ট করবেন পিসি একবার রি স্টার্ট নিলে পরের বার ২য় পার্ট সিলেক্ট করবেন। (299)
Share Button
Read more
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

কোনও প্রকার resulation না কমিয়েই মুভির Size কমান। ১০০% কার্যকর।

কোনও প্রকার resulation না কমিয়েই মুভির Size কমান। ১০০% কার্যকর।

আমার এই পোস্ট টা হচ্ছে সেই ভাই দের জন্য যারা আমার মতো মুভি পাগল । কিন্তু জাদের হার্ড ডিস্ক কম কিন্তু HD মুভি ছাড়া দেখেন না।
কথা না বারিয়ে চলুন দেখি কিভাবে রেসুলেসন ঠিক রেখে সাইজ কমান যায় ।
১. প্রথম এ আই লিঙ্ক এ প্রবেশ করুন……. লিঙ্ক https://handbrake.fr/downloads.php
12 899x816 কোনও প্রকার resulation না কমিয়েই মুভির Size কমান। ১০০% কার্যকর।
২. নিজের অপারেটিং পছন্দ করে ডাউনলোড করে নিন সফটওয়্যার টি। {এটা সম্পূর্ণ ফ্রি}
৩.সফটওয়্যার টি ইন্সটল করুন।
৪.তারপর সফটওয়্যার টি Run করুন ।
21 899x722 কোনও প্রকার resulation না কমিয়েই মুভির Size কমান। ১০০% কার্যকর।
৫. সফটওয়্যার এর Source Button এ ক্লিক করে নিজের কোন মুভি টির সাইজ কমাবেন টা সিলেক্ট করুন।
৬. এবার Picture Tool থেকে original (Source + Aspect Ratio) থেকে নিজের সাইজ মতো কমিয়ে নিন। [480p দিলে মিনিমাম HD  পাওয়া যায়।]
3 899x711 কোনও প্রকার resulation না কমিয়েই মুভির Size কমান। ১০০% কার্যকর।
৭. এবার Video Tools থেকে Constant Quality 25 এ আনতে হবে । এতে করে সাইজ ও কমবে আর রেসুলেসন ও ঠিক থাকবে ।
৮. এবার Destination থেকে Browse এ ক্লিক করে ঠিক করতে হবে যে Convert করা ফাইল টি কথায় Save করব।
৯. এবার Start Button এ ক্লিক এর মাধমে ফাইল টি Convert করুন।

Read more

Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন

Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন


আমরা laptop এবং  cell phone সংযোগ করতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করতে পারি।আমরা আমাদের  মোবাইল ফোনে একটি ডেস্কটপ computer অথবা একটি ল্যাপটপ থেকে videos, ছবি, ফটো ইত্যাদি move করতে পারি। ল্যাপটপ এবং mobile ফোন  এ সংযোগ করতে ব্লুটুথ প্রযুক্তি  sopport সংবলিত  laptop  এবং  mobile দরকার । যদি ল্যাপটপ এইটি সমর্থন না করে , আমরা একটি ইউএসবি ব্লুটুথ dongle ব্যবহার করতে পারি। ডেস্কটপ computer অথবা ল্যাপটপের ইউএসবি portএর দিকে শুধুমাত্র plug এটি। মাইক্রোসফ্ট উইন্ডোজে  ছেড়ে চলে যান।  এইটি নিজেরা ইনস্টল হবে।। যদি এইটি ইনস্টল না হয় , আমরা নিজহাতে ইনস্টল করব। ল্যাপটপ এবং mobile ফোন সংযোগ করতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করতে  এই সহজ ধাপ অনুসরণ করুন: (আমি windows Vista. ব্যবহার করেছি)
১। আপনার  mobile এ Bluetooth feature on  করুন।
২। setting করুন :  my Phone’s visibility -> Shown to all on the cell phone.
৩। Bluetooth Devices এর icon  থেকে এটি open করুন।
a Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন
৪। অথবা Device Manager এর Bluetooth driver এ double-click করুন।
b Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন
৫। Bluetooth Devices dialog box এ Add button এ Click করুন।
c Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন
৬। Add Bluetooth Device Wizard dialog box এ “My devices is set up and ready to be found” এ টিক চিহ্ন দিন। Next button  click  করুন।
d Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন
৭। device wizard দেথা যাবে। আপনার device টি add  করে  next button click করুন।
e Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন
৮। Let me choose my own key” অথবা “Choose a passkey for me”  ‍Select করুন এবং
৯। Next click করুন।
f Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন
১০। একটি password key  দেথা যাবে । এটি আপনার mobile  এ বসান।
g Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন
১১। Finish button এ  click  করুন।
h Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন
১২। Bluetooth Devices dialog box এ আপনার  cell phone  এর Bluetooth device দেখাবে।
i Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন
১৩। Properties dialog box দেখা যাবে। Services tab Choose করুন। যেসব সেবা পেতে চান তাতে টিক দিন।
১৪। এখন photos, videos transfer  করতে পারবেন।
jj Bluetooth টেকনোলজি দিয়ে laptop এবং cell phone এর সংযোগ করুন
Read more

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

 

About Author

Laxman Chandra Das
Systems Administrator

Recent Comments

Your Comment Will be highly Recommended.
Please comment us on our
facebook page:
Blogger Spice .com -© 2014 All Rights Reserved